পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে আরও তেল কিনবে শ্রীলঙ্কা
https://parstoday.ir/bn/news/world-i109150-পশ্চিমা_নিষেধাজ্ঞা_উপেক্ষা_করে_রাশিয়া_থেকে_আরও_তেল_কিনবে_শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, তারা অন্য উৎস থেকে না পেলে রাশিয়া থেকেই আরও জ্বালানি তেল কিনবে। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে জ্বালানি ঘাটতির মুখে পড়েছে শ্রীলঙ্কা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১২, ২০২২ ১৯:৫৯ Asia/Dhaka
  • রনিল বিক্রমাসিংহে
    রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, তারা অন্য উৎস থেকে না পেলে রাশিয়া থেকেই আরও জ্বালানি তেল কিনবে। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে জ্বালানি ঘাটতির মুখে পড়েছে শ্রীলঙ্কা।

এ অবস্থায় দেশটিকে নিষেধাজ্ঞা অমান্য করেই রাশিয়া থেকে আরও তেল আমদানির কথা ভাবতে হচ্ছে। এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আরও বলেছেন, প্রথমে তারা অন্য উৎস থেকে আমদানি করতে চাইবেন। কিন্তু মস্কো থেকে তাদের আরও অপরিশোধিত তেল কিনতে হতে পারে।

মধ্যপ্রাচ্যের পুরোনো সরবরাহকারী দেশগুলোর কাছ থেকেও তেল ও কয়লা পাওয়ার চেষ্টা করে আসছে শ্রীলঙ্কা।

সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো গুরুত্বপূর্ণ আমদানি ব্যয় পরিশোধে মারাত্মক ডলার ঘাটতিতে পড়েছে দেশটি।

রাশিয়া গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করলে বিশ্বে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যায়। রাশিয়ার ওপর পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। খাদ্য সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে।#         

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।