আফগানিস্তানে সন্ত্রাসী তৎপরতা বাড়ছে
মাজার-ই-শরিফে বোমা বিস্ফোরণে নিহত ৭
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাল্খ প্রদেশে আজ (মঙ্গলবার) রাস্তায় পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছে। পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারীরা একটি বাসে করে যাওয়ার সময় এ বোমার বিস্ফোরণ ঘটে।
প্রাদেশিক রাজধানী মাজার-ই-শরিফের পুলিশ বিভাগের মুখপাত্র আসিফ ওয়াজিরি জানিয়েছেন, ‘বোমাটি রাস্তার একপাশে রাখা একটি মালবাহী গাড়িতে পেতে রাখা হয়েছিল। বাসটি সেখানে আসামাত্র বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।’
তিনি আরও বলেন, নগরীর সায়েদ আবেদ স্কয়ারের কাছে স্থানীয় সময় সকাল ৭ টার দিকে মঙ্গলবারের বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে আরও ৬ জন আহত হয়।
গত বছর আগস্টে ফের ক্ষমতা নেওয়ার পর থেকে তালেবান দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে বলে দাবি করলেও দেশটিতে একের পর এক বোমা বিস্ফোরণের ও হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এ পর্যন্ত সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ এ ধরণের বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীটি প্রতিষ্ঠায় আমেরিকার ভূমিকা রয়েছে।
এ মাসের শুরুর দিকে মাজার-ই-শরিফের আইবেক এলাকার একটি মাদ্রাসায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত ও আরও ২৪ জন আহত হয়। কোনো কোনো সূত্র বলছে, আফগানিস্তানে এ ধরণের হামলা-সহিংসতায় আমেরিকার মদদ রয়েছে। কারণ আমেরিকা প্রমাণ করতে চায় মার্কিন সেনা উপস্থিতি না থাকার কারণেই এ ধরণের পরিস্থিতি তৈরি হয়েছে।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।