‘রাশিয়ার পরমাণু অস্ত্র না থাকলে বহু আগে পাশ্চাত্য হামলা করত’
https://parstoday.ir/bn/news/world-i117640-রাশিয়ার_পরমাণু_অস্ত্র_না_থাকলে_বহু_আগে_পাশ্চাত্য_হামলা_করত’
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পশ্চিমারা আরো বহু আগে তার দেশের ওপর হামলা চালাতো। কিন্তু রাশিয়ার পরমাণু অস্ত্রের ভাণ্ডার পাশ্চাত্যকে এ কাজ থেকে বিরত রেখেছে। তিনি মস্কো থেকে প্রকাশিত রুশ ভাষার দৈনিক রুসিসকিয়া গ্যাজেটায় প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২২ ১১:১৬ Asia/Dhaka
  • পরমাণু যুদ্ধ শুরু করতে প্রস্তুত রাশিয়া
    পরমাণু যুদ্ধ শুরু করতে প্রস্তুত রাশিয়া

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পশ্চিমারা আরো বহু আগে তার দেশের ওপর হামলা চালাতো। কিন্তু রাশিয়ার পরমাণু অস্ত্রের ভাণ্ডার পাশ্চাত্যকে এ কাজ থেকে বিরত রেখেছে। তিনি মস্কো থেকে প্রকাশিত রুশ ভাষার দৈনিক রুসিসকিয়া গ্যাজেটায় প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেছেন।

‘পাশ্চাত্য কি আমাদের বিরুদ্ধে পরমাণু যুদ্ধসহ একটি সর্বাত্মক যুদ্ধ শুরু করতে প্রস্তুত?’ শিরোনামের নিবন্ধে তিনি আরো লিখেছেন, “যে বিষয়টি শত্রুদেরকে বিরত রেখেছে তা হলো পরমাণু অস্ত্র বিষয়ক আমাদের রাষ্ট্রীয় নীতি। তারা জানে, যদি রাশিয়ার জাতীয় নিরাপত্তা বিপন্ন হয় তাহলে এই অস্ত্র তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে।”

রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিরাপত্তা পরিষদের উপপ্রধান মেদভেদেভ আরো লিখেছেন, রাশিয়াকে অপদস্থ করা এবং টুকরো টুকরো করে ধ্বংস করে ফেলার অদম্য বাসনা রয়েছে পশ্চিমা বিশ্বের। কিন্তু একটি ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তাদেরকে সে কাজ থেকে বিরত রেখেছে।

রাশিয়ার কাছে বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ পরমাণু অস্ত্রের ভাণ্ডার রয়েছে যার সংখ্যা ছয় হাজারের কাছাকাছি বলে ধারনা করা হয়।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ৭ ডিসেম্বর এক বক্তব্যে বলেন, বিশ্বে পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়ছে। একইসঙ্গে তিনি একথাও বলেন, তার দেশের পরমাণু অস্ত্র সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং মস্কো এসব অস্ত্র আগে ব্যবহার করার মতো ‘পাগল’ হয়ে যায়নি।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।