সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে রাশিয়ার অপরিশোধিত তেল
https://parstoday.ir/bn/news/world-i120442-সংযুক্ত_আরব_আমিরাতে_যাচ্ছে_রাশিয়ার_অপরিশোধিত_তেল
রাশিয়া থেকে কিছু সংখ্যক কার্গো জাহাজ অপরিশোধিত তেল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অকার্যকর করে দিতে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে এবং আরব আমিরাত তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ০৭, ২০২৩ ১৪:৪৬ Asia/Dhaka
  • সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে রাশিয়ার অপরিশোধিত তেল

রাশিয়া থেকে কিছু সংখ্যক কার্গো জাহাজ অপরিশোধিত তেল নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অকার্যকর করে দিতে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে এবং আরব আমিরাত তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর ওপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। এ পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা অকার্যকর করার জন্য রাশিয়া তুলনামূলক কম দামে তেল বিক্রির ঘোষণা দেয়। ভারত ও চীনসহ বহু দেশ এই সুযোগ গ্রহণ করছে। সংযুক্ত আরব আমিরাতও দৃশ্যত সেই পথ অনুসরণ করছে।

এছাড়া, তেলের এই লেনদেনের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো শীর্ষ তেল উৎপাদনকারী দেশের মধ্যে সহযোগিতা বাড়ছে। যেখানে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়াকে নিষেধাজ্ঞা আরোপের মধ্যদিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভীষণভাবে কোণঠাসা করার চেষ্টা করছে, সেখানে আরব আমিরাত ও সৌদি আরব মার্কিন চাপ উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর তেলের উৎপাদন বাড়াতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ওপর আমেরিকা ব্যাপক চাপ সৃষ্টি করে। কিন্তু আমেরিকার চাপের মুখে দেশ দুটি নতিস্বীকার করেনি।

সংযুক্ত আরব আমিরাত রাশিয়া থেকে কখন তেল আমদানি শুরু করেছে তা পরিষ্কার নয় তবে ট্র্যাকিং ডাটা থেকে বোঝা যাচ্ছে যে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে রাশিয়া হতে তেল আমদানির পরিমাণ বেড়েছে। চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার তেলবাহী একটি কার্গো জাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে ভিড়েছে। রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানিমন্ত্রীরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

এদিকে, রাশিয়া থেকে সৌদি আরবও উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি করেছে বলে জানা যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।