মার্কিন ডলার থেকে দূরে সরাই লক্ষ্য
স্বর্ণ কেনা ব্যাপকভাবে বাড়িয়েছে চীন
চীন আন্তর্জাতিক বাজার থেকে টানা সাত মাস ধরে স্বর্ণ কেনা ব্যাপকভাবে বাড়িয়েছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে।
গণমাধ্যমটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চলমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে মার্কিন ডলার থেকে দূরে সরে যাওয়ার লক্ষ্য নিয়েই চীন এই পদক্ষেপ নিয়েছে।
চীনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, মে মাসে বেইজিং প্রায় ১৬ টন মূল্যবান এই ধাতু কিনেছে।
ব্লুমবার্গ বলছে, গত নভেম্বর মাস থেকে চীন তার স্বর্ণের মজুদ ব্যাপকভাবে বাড়িয়ে চলেছে এবং এখন দেশটি এই সাত মাসে স্বর্ণ মজুদের পরিমাণ ১৪৪ টন বাড়িয়েছে।
চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া বলছে, চীনের হাতে বর্তমানে স্বর্ণ মজুদের পরিমাণ ২১০২ টন।
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান চালানোর পর আমেরিকা এবং তার মিত্ররা রাশিয়ার কয়েক হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দেয়ার পর বিশ্ববাজারে ডলারের ওপর থেকে বহু দেশের আস্থা হারিয়েছে। অনেক দেশ এখন ডলারের পরিবর্তে রিজার্ভ হিসেবে স্বর্ণকে বেছে নিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।