আগ্রাসন চালানোর জন্য সেনা মোতায়েন করছে ফ্রান্স
https://parstoday.ir/bn/news/world-i127938-আগ্রাসন_চালানোর_জন্য_সেনা_মোতায়েন_করছে_ফ্রান্স
নাইজারের সামরিক সরকারের কর্মকর্তারা বলেছেন, তাদের দেশের ওপর সামরিক আগ্রাসন চালানোর জন্য ফ্রান্স সেনা মোতায়েন করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১৭:৪৪ Asia/Dhaka
  • আগ্রাসন চালানোর জন্য সেনা মোতায়েন করছে ফ্রান্স

নাইজারের সামরিক সরকারের কর্মকর্তারা বলেছেন, তাদের দেশের ওপর সামরিক আগ্রাসন চালানোর জন্য ফ্রান্স সেনা মোতায়েন করছে।

নাইজারের সামরিক সরকারের মুখপত্র কর্নেল মেজর আমাদু আব্দুর রহমান গতকাল (শনিবার) বলেন, সাবেক উপনিবেশবাদী শক্তি ফ্রান্স নাইজারের ওপর আগ্রাসন চালানোর পরিকল্পনার অংশ হিসেবে পশ্চিম আফ্রিকান অর্থনৈতিক জোট বা ইকোওয়াসভুক্ত দেশগুলোতে সেনা মোতায়েন করছে। এ কাজে ফ্রান্সকে সহযোগিতা করছে ইকোয়াসের কয়েকটি সদস্য দেশ।

আমাদু আব্দুর রহমান তার বিবৃতিতে আরো বলেন, নাইজারে সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা থেকে বেনিন ও কোট ডিভাদ্রে সামরিক বিমান, হেলিকপ্টার ও ৪০টি আরমার্ড ভেহিকেল মোতায়েন করেছে ফ্রান্স। এছাড়া, বিপুল পরিমাণ যুদ্ধসামগ্রী আনা হয়েছে সেনেগাল, কোট ডিভাদ্রে এবং বেনিনে।গত জুলাই মাসে নাইজারে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে।

এই অভ্যুত্থানকে মেনে নেয়নি আমেরিকা ও ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো। নাইজারে এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিল এবং ১৯৬০ সালে ফ্রান্স থেকে নাইজার স্বাধীনতা লাভ করে।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।