ইউক্রেনে সেনা পাঠানো থেকে এক কদম দূরে রয়েছে ন্যাটো জোট
https://parstoday.ir/bn/news/world-i136816-ইউক্রেনে_সেনা_পাঠানো_থেকে_এক_কদম_দূরে_রয়েছে_ন্যাটো_জোট
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে সেনা মোতায়েন করার জন্য প্রস্তুত হয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘাতকে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের যুদ্ধ বলে মনে করছে এবং এই যুদ্ধে জড়িয়ে পড়লে তার পরিণতি কত ভয়াবহ হবে তা বিবেচনা করতে ব্যর্থ হচ্ছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২০, ২০২৪ ১৫:৫২ Asia/Dhaka
  • হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান
    হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে সেনা মোতায়েন করার জন্য প্রস্তুত হয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘাতকে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের যুদ্ধ বলে মনে করছে এবং এই যুদ্ধে জড়িয়ে পড়লে তার পরিণতি কত ভয়াবহ হবে তা বিবেচনা করতে ব্যর্থ হচ্ছে। 

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনের আগে হাঙ্গেরির ক্ষমতাসীন ফিডেস পার্টির এক সমাবেশে দেয়া বক্তৃতায় ভিক্টর অরবান এসব কথা বলেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নে এখন যুদ্ধকামী লোকজনের সংখ্যাই বেশি এবং ইউরোপীয় ইউনিয়ন এখন যুদ্ধের পক্ষের যুক্তিতে আক্রান্ত। ইউরোপের রাজনীতিবিদরা ইউক্রেন যুদ্ধে এত বেশি বিনিয়োগ করেছেন যে, তারা এখন তাদের কৌশলে কোনো ত্রুটি দেখতে পাচ্ছেন না। কিন্তু এত অর্থ এবং অস্ত্র দেয়া সত্ত্বেও ইউক্রেনের পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না বরং বাস্তবিক অর্থে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।

এ অবস্থায় ইইউ ইউক্রেনের মাটিতে সেনা পাঠাতে মাত্র এক কদম দূরে রয়েছে। অনেক বড় আশঙ্কা রয়েছে যে, ইউরোপ এই যুদ্ধের গভীরে জড়িয়ে যেতে পারে। আসলে তারা আগুন নিয়ে খেলছে। কিন্তু হাঙ্গেরি নিজেকে এই যুদ্ধ-সংঘাতে জড়াবে না, বুদাপেস্ট কারোর পক্ষ নেবে না। ভিক্টর অরবান অঙ্গীকার ব্যক্ত করেন, তার দেশ সব জায়গায় শান্তির পক্ষে অবস্থান নেবে। তিনি বলেন, হাঙ্গেরি কোনমতেই বড় শক্তিগুলোর খেলার পুতুলে পরিণত হবে না।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন