চীন মুসলিম দেশগুলোর অবস্থানকে সমর্থন করে: 'গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ'
https://parstoday.ir/bn/news/world-i147936-চীন_মুসলিম_দেশগুলোর_অবস্থানকে_সমর্থন_করে_'গাজা_ফিলিস্তিনি_ভূখণ্ডের_অবিচ্ছেদ্য_অংশ'
পার্সটুডে - চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে বেইজিং ফিলিস্তিন ইস্যুতে আরব ও অন্যান্য মুসলিম দেশের উদ্বেগ এবং তাদের নীতি অবস্থানকে সমর্থন করে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মার্চ ১১, ২০২৫ ১৯:৪০ Asia/Dhaka
  • • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং
    • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং

পার্সটুডে - চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে বেইজিং ফিলিস্তিন ইস্যুতে আরব ও অন্যান্য মুসলিম দেশের উদ্বেগ এবং তাদের নীতি অবস্থানকে সমর্থন করে।

সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন: "যুদ্ধের পর গাজার সরকারকে অবশ্যই "ফিলিস্তিনিরা ফিলিস্তিন শাসন করবে" এই নীতি মেনে চলতে হবে।" গ্লোবাল টাইমস সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, মাও নিং আরও বলেছেন: "যুদ্ধের পর গাজার পরিস্থিতি ফিলিস্তিনি জনগণকে তাদের নিজস্ব ভূমিতে তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণের সুযোগ করে দেয়।"

গাজার ব্যাপারে মুসলিম দেশগুলোর নীতির অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে মাও বলেন: "চীন এই প্রচেষ্টায় সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে।"

এই প্রসঙ্গে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র লিন জিয়ান, পুনর্গঠনের অজুহাতে গাজার জনগণকে অন্য দেশে স্থানান্তরিত করার ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে বলেছেন যে বেইজিং গাজা উপত্যকা থেকে যেকোনো জোরপূর্বক লোক স্থানান্তরের বিরোধিতা করে।

গাজা ফিলিস্তিনি জনগণের

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার চীনের জাতীয় গণকংগ্রেসের বার্ষিক অধিবেশনে এক সংবাদ সম্মেলনে বলেন: "গাজা ফিলিস্তিনি জনগণের এবং ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।" গাজার পরিস্থিতি জোরপূর্বক পরিবর্তনের জন্য যেকোনো অভিযান নতুন করে অস্থিরতা ডেকে আনবে।

ওয়াং ই বলেন ফিলিস্তিন সমস্যা সবসময় পশ্চিম এশিয়ার মূল সমস্যা। তিনি বলেন: ন্যায়বিচার, শান্তি এবং উন্নয়ন অর্জনে চীন পশ্চিম এশিয়ার জনগণের পাশে রয়েছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।