ইরান আমাদের কৌশলগত অংশীদার: চীনা পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 24 Apr 2025 11:50:28 GMT )
এপ্রিল ২৪, ২০২৫ ১৭:৫০ Asia/Dhaka
  • • ইরান আমাদের কৌশলগত অংশীদার: চীনা পররাষ্ট্রমন্ত্রী
    • ইরান আমাদের কৌশলগত অংশীদার: চীনা পররাষ্ট্রমন্ত্রী

পার্সটুডে- চীনা পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম এশীয় অঞ্চলে ইরানকে চীনের কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন।

বুধবার, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সাথে এক বৈঠকে বলেছেন: ইরান পশ্চিম এশীয় অঞ্চলে চীনের কৌশলগত অংশীদার। পার্সটুডে জানিয়েছে, চীনা পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বলেছেন: আন্তর্জাতিক উত্থান-পতনের পরীক্ষায় চীন-ইরান বন্ধুত্ব দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং চীন-ইরান সম্পর্কের উন্নয়ন উভয় পক্ষের জন্য একটি কৌশলগত দিক।

ওয়াং ইয়ের মতে, সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং ইরান কঠিন সময়ে একে অপরকে সহযোগিতা করেছে এবং সাহায্য করেছে এবং এর মাধ্যমে, দুদেশের রাজনৈতিক সম্পর্ক আরো গভীর হয়েছে। দুই দেশই একতরফা ও স্বেচ্ছাচারী নীতির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন বলা হয়েছে, আরাকচি বৈঠকে বলেছেন: "ইরান চীনের সাথে সম্পর্ক উন্নয়নের উপর অত্যন্ত গুরুত্ব দেয়, এক-চীন নীতি মেনে চলে এবং চীনের স্বার্থ রক্ষায় তেহরানের সমর্থন রয়েছে।"

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে জোর দিয়ে বলেন যে দুই দেশের মধ্যে বন্ধুত্ব দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং কোনো কিছু এ সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না। তিনি আরও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের অপব্যবহার এবং হুমকির মুখে, ইরান দৃঢ়ভাবে চীনকে সমর্থন করে যাবে, যৌথভাবে স্বেচ্ছাচারিতা বিরোধিতা করবে এবং একসাথে হয়ে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থাকে সমর্থন করবে।

বৈঠকে দুই পক্ষই গাজা যুদ্ধ, সিরিয়া, ইয়েমেন এবং লোহিত সাগরের পরিস্থিতিসহ আঞ্চলিক অন্যান্য বিষয়ে মতবিনিময় করেছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান শীঘ্রই চীন সফর করবেন: আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর দেশটির কর্মকর্তাদের সাথে তার আলোচনার কথা উল্লেখ করে ঘোষণা করেছেন যে ইরানের প্রেসিডেন্ট শীঘ্রই চীন সফর করবেন।

আরাকচি আরও বলেন, "ইরান-চীন সম্পর্কের ক্ষেত্রে ২০২৫ সাল হবে একটি সোনালী বছর। দুইবার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।"

পার্সটুডে/এমআরএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।