বার্লিনের সন্ত্রাসী হামলার ঘাতক ইতালিতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
https://parstoday.ir/bn/news/world-i29044-বার্লিনের_সন্ত্রাসী_হামলার_ঘাতক_ইতালিতে_বন্দুকযুদ্ধে’_নিহত
জার্মানির বার্লিন শহরে গত সোমবারের সন্ত্রাসী হামলার সন্দেহভাজন ঘাতক ইতালিতে পুলিশের গুলিতে নিহত হয়েছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন যে, তার দেশের মিলান শহরে শুক্রবার পুলিশের সঙ্গে এক ‘বন্দুকযুদ্ধে’ বার্লিন হামলার সন্দেহভাজন সন্ত্রাসী আনিস আমরি নিহত হয়েছে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৬ ০৬:৪৯ Asia/Dhaka
  • মিলানের একটি রেল স্টেশনের বাইরে পড়ে আছে সন্দেহভাজনের লাশ; ইনসেটে আমরি
    মিলানের একটি রেল স্টেশনের বাইরে পড়ে আছে সন্দেহভাজনের লাশ; ইনসেটে আমরি

জার্মানির বার্লিন শহরে গত সোমবারের সন্ত্রাসী হামলার সন্দেহভাজন ঘাতক ইতালিতে পুলিশের গুলিতে নিহত হয়েছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন যে, তার দেশের মিলান শহরে শুক্রবার পুলিশের সঙ্গে এক ‘বন্দুকযুদ্ধে’ বার্লিন হামলার সন্দেহভাজন সন্ত্রাসী আনিস আমরি নিহত হয়েছে।

মন্ত্রী মারকো মিন্নিতি বলেন, সব ধরনের প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্নের পর সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে, নিহত ব্যক্তিই আনিস আমরি। তবে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে এবং এর ফলাফল যথাসময়ে জানানো হবে।

ইতালির পুলিশ দাবি করেছে, নিয়মিত টহলের সময় নিরাপত্তা বাহিনী আমরিকে একটি রেল স্টেশনের বাইরে থামায়। তারপর তাকে পরিচয়পত্র দেখাতে বলা হলে সে গুলি চালাতে শুরু করে। এতে একজন পুলিশ অফিসার আহত হন। তখন পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই ব্যক্তি নিহত হয়।

তবে, ইতালির ম্যাগাজিন ‘প্যানোরামা’য় প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায় ভোররাতে হালকা অন্ধকারের মধ্যে একটি স্থান ঘিরে ধরে পুলিশ গুলি চালাচ্ছে।

গত সোমবার জার্মানির রাজধানী বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে হামলার জন্য আমরিকে দায়ী করা হয়। তিনি ৪০ টনের একটি ট্রাক ভিড়ের মধ্যে চালিয়ে দেন যাতে ১২ জন নিহত ও ৪৮ জন আহত হয়। ইতালিতে ‘বন্দুকযুদ্ধ’ হওয়ার আগে ডেনমার্কের পুলিশ জানিয়েছিল, দেশটির উত্তরাঞ্চলীয় আলবোর্গ শহরে এক ব্যক্তিকে দেখা গেছে যার সঙ্গে আমরির পরিচয় ও ছবির মিল রয়েছে।

এদিকে জার্মানির গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে ডার স্পাইগেল পত্রিকা জানিয়েছে, আমরি ট্রাক চালিয়ে দেয়ার ঘটনায় আহত হয়ে থাকতে পারে। কাজেই সে এখনো হয়ত বার্লিনেই রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪