মার্কিন নেতৃত্বে কৃষ্ণ সাগর অঞ্চলে হতে চলেছে সর্ববৃহৎ সামরিক মহড়া
https://parstoday.ir/bn/news/world-i39662-মার্কিন_নেতৃত্বে_কৃষ্ণ_সাগর_অঞ্চলে_হতে_চলেছে_সর্ববৃহৎ_সামরিক_মহড়া
মার্কিন নেতৃত্বে কৃষ্ণ সাগর অঞ্চলে সর্ববৃহৎ সামরিক মহড়া আগামী মাসে অনুষ্ঠিত হবে। মহড়ায় আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর ২৫ হাজার সেনা অংশ গ্রহণ করবে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ০৮, ২০১৭ ১৪:৪২ Asia/Dhaka
  • মার্কিন নেতৃত্বে কৃষ্ণ সাগর অঞ্চলে হতে চলেছে সর্ববৃহৎ সামরিক মহড়া

মার্কিন নেতৃত্বে কৃষ্ণ সাগর অঞ্চলে সর্ববৃহৎ সামরিক মহড়া আগামী মাসে অনুষ্ঠিত হবে। মহড়ায় আমেরিকা এবং তার মিত্র দেশগুলোর ২৫ হাজার সেনা অংশ গ্রহণ করবে।

স্যাবার গার্ডিয়ান ২০১৭ নামের স্থল ও আকাশ যুদ্ধের এ মহড়া আগামী মাসের ১০ তারিখ থেকে শুরু হয়ে ২০ তারিখ পর্যন্ত চলবে। আগের বছরগুলোর তুলনায় এ মহড়া অনেক বড় আকারে অনুষ্ঠিত হবে বলে মার্কিন ইউরোপীয় কমান্ডের বিবৃতিতে জানানো হয়েছে। মহড়ায় আমেরিকা ছাড়াও আরো ২৩টি দেশের প্রায় ২৫ হাজার সেনা অংশ নেবে।

মহড়ায় প্রতিরক্ষা সক্ষমতা বিশেষ করে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ইউরোপে সেনা সমাবেশের ওপর গুরুত্বারোপ করা হবে। এ ছাড়া, এতে তাজাগুলি ব্যবহার করে অনুশীলন চালানো হবে।

এদিকে আমেরিকার ঘাঁটি থেকে কয়েকটি বি-১বি ভারি বোমারু বিমান ইউরোপে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। এ বিমানগুলো মহড়ায় অংশ নেবে বলেও জানানো হয়েছে।

২০১০ সাল থেকে স্যাবার নামের এ বাৎসরিক সামরিক মহড়া নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।#  

পার্সটুডে/মূসা রেজা/৮