থাইল্যান্ডে ব্যতিক্রমি প্রতিযোগিতা: ফল ও সবজি দিয়ে বানানো হলো ফুল
https://parstoday.ir/bn/news/world-i43896-থাইল্যান্ডে_ব্যতিক্রমি_প্রতিযোগিতা_ফল_ও_সবজি_দিয়ে_বানানো_হলো_ফুল
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ফল ও সবজির সাজসজ্জা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১১, ২০১৭ ১০:১৫ Asia/Dhaka
  • তরমুজের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে ফুল
    তরমুজের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে ফুল

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ফল ও সবজির সাজসজ্জা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় তরমুজ, মিষ্টি কুমড়া, পেঁপেঁসহ নানা ফল ও সবজি দিয়ে বানানো হয়েছে ফুলসহ বর্ণিল সব জিনিস।

দক্ষ শিল্পীর হাতের ছোঁয়ায় তরমুজ হয়ে গেছে সুন্দর ফুল।

মিষ্টি কুমড়া যেন হয়ে উঠেছে হলুদ গোলাপের তোড়া। ভিন্নধর্মী এ প্রতিযোগিতায় ব্যাপক সাড়া ফেলেছে।

পার্সটুডে/আশরাফুর রহমান/১১