অস্ট্রেলিয়ার সেই উগ্র সিনেটরের মাথায় ডিম ভেঙেছে তরুণ (ভিডিও)
https://parstoday.ir/bn/news/world-i68901-অস্ট্রেলিয়ার_সেই_উগ্র_সিনেটরের_মাথায়_ডিম_ভেঙেছে_তরুণ_(ভিডিও)
অস্ট্রেলিয়ার উগ্র ডানপন্থি সিনেটর ফ্রিজার অ্যানিংয়ের মাথায় এক তরুণ একটি ডিম ভেঙেছে। আজ (শনিবার) মেলবোর্নে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় এ ঘটনা ঘটে। জবাবে তরুণের মুখে থাপ্পড় মারেন এ সিনেটর। নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে থামতে বাধ্য হন বর্ণবাদী এ সিনেটর।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৬, ২০১৯ ২১:০২ Asia/Dhaka

অস্ট্রেলিয়ার উগ্র ডানপন্থি সিনেটর ফ্রিজার অ্যানিংয়ের মাথায় এক তরুণ একটি ডিম ভেঙেছে। আজ (শনিবার) মেলবোর্নে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় এ ঘটনা ঘটে। জবাবে তরুণের মুখে থাপ্পড় মারেন এ সিনেটর। নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে থামতে বাধ্য হন বর্ণবাদী এ সিনেটর।  

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে উগ্র খিস্টান সন্ত্রাসীর গুলিতে ৪৯ জন মুসল্লি নিহত হওয়ার ঘটনায় অত্যন্ত আপত্তিকর ও আগ্রাসী মন্তব্য করেন অ্যানিং। এর প্রতিবাদে ওই তরুণ তার মাথায় ভাঙে। ক্রাইস্টচার্চের ঘটনায় গতকাল এ সিনেটর এক বিবৃতিতে বলেছিলেন, নিউজিল্যান্ডে মুসলমানরা অভিবাসন গ্রহণ করার ফলস্বরূপ এ হত্যাকাণ্ড ঘটেছে।

মাথার পেছন দিকে ঢিম ভেঙেছে এক তরুণ

তার এ মন্তব্যের পর সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন অ্যানিংয়ের মন্তব্যকে ভয়ংকর ও কুৎসিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় এ ধরনের বক্তব্যের কোনো স্থান নেই।

২০১৭ সালে খুবই কম ভোট পেয়েও তিনি সিনেটর নির্বাচিত হয়েছিলেন তবে আগামী মে মাসে অনুষ্ঠেয় সিনেট নিবাচনে তাদের বিজয়ের সম্ভবনা তেমন নেই।#  

পার্সটুডে/এসআইবি/১৬