বোমা হামলায় স্থানীয় ও আন্তর্জাতিক গোষ্ঠী জড়িত: শ্রীলঙ্কার সরকার
https://parstoday.ir/bn/news/world-i69775-বোমা_হামলায়_স্থানীয়_ও_আন্তর্জাতিক_গোষ্ঠী_জড়িত_শ্রীলঙ্কার_সরকার
শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সিনারত্মে আজ (সোমবার) বলেছেন, রাজধানী ও এর আশেপাশে বোমা হামলার সঙ্গে স্থানীয় উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) জড়িত এবং তারা আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর সহায়তা নিয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২২, ২০১৯ ১৯:১২ Asia/Dhaka
  • বোমা হামলায় স্থানীয় ও আন্তর্জাতিক গোষ্ঠী জড়িত: শ্রীলঙ্কার সরকার

শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সিনারত্মে আজ (সোমবার) বলেছেন, রাজধানী ও এর আশেপাশে বোমা হামলার সঙ্গে স্থানীয় উগ্রপন্থী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) জড়িত এবং তারা আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর সহায়তা নিয়েছে।

গতকালের বোমা হামলায় সাতজন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছে বলেও তিনি জানিয়েছেন।

গতকাল শ্রীলঙ্কায় ইস্টার সানডে'র প্রার্থনার সময় কলম্বো ও এর আশেপাশের এলাকায় অবস্থিত গির্জা ও অভিজাত হোটেলসহ মোট আটটি স্থানে সিরিজ বোমা হামলা চালানো হয়। এতে এ পর্যন্ত কমপক্ষে ২৯০ জন নিহত হওয়ার খবর জানা গেছে। হামলায় আহত হয়েছে আরো পাঁচ শতাধিক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শ্রীলঙ্কায় হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসবাদ গোটা বিশ্বের সমস্যা। সন্ত্রাসীদের কোনো ধর্ম থাকতে পারে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস মোকাবেলা করতে হবে। এ সময় তিনি শ্রীলঙ্কার সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২