দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকায় এখন আত্মহত্যার হার সবচেয়ে বেশি
https://parstoday.ir/bn/news/world-i71418-দ্বিতীয়_বিশ্বযুদ্ধের_পর_আমেরিকায়_এখন_আত্মহত্যার_হার_সবচেয়ে_বেশি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকায় এখন আত্মহত্যার হার সবচেয়ে বেশি বলে মার্কিন সরকারের এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্যে আদিবাসীরাই বেশি আত্মহত্যা করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২২, ২০১৯ ১৯:১২ Asia/Dhaka
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকায় এখন আত্মহত্যার হার সবচেয়ে বেশি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকায় এখন আত্মহত্যার হার সবচেয়ে বেশি বলে মার্কিন সরকারের এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্যে আদিবাসীরাই বেশি আত্মহত্যা করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

২০১৭ সালে প্রতি এক লাখ মানুষের মধ্যে ১৪ জন আত্মহত্যা করেছে যা ১৯৯৯ সালের চেয়ে শতকরা ৩৩ ভাগ বেশি। আমেরিকার জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্র এ গবেষণা পরিচালনা করেছে। গত বৃহস্পতিবার এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

রিপোর্টে বলা হচ্ছে- আমেরিকার ইন্ডিয়ানা অথবা আলাস্কা অঙ্গরাজ্যের আদিবাসীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি বেশি।  গবেষণায় দেখা গেছে- সব বয়স, জাতিগোষ্ঠী ও শ্রেণির মধ্যে আত্মহত্যার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ১৫ থেকে ২৪ বছরের তরুণদের মধ্যে আত্মহত্যার হার বেড়েছে সবচেয়ে বেশি।

গত বছরের রিপোর্টে বলা হয়েছিল- ১৯৯৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আমেরিকায় আত্মহত্যার প্রবণতা বেড়েছে শতকরা ২৫ ভাগ। এ বছরে তা শতকরা ৩৩ ভাগে গিয়ে দাঁড়িয়েছে। ২০১৬ সালে দেশটিতে প্রায় ৪৫ হাজার মানুষ আত্মহত্যা করেছিল।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।