চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ
আগামী বছর পর্যন্ত মার্কিন-চীন বাণিজ্য চুক্তির প্রথম ধাপ স্থগিত থাকবে
আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য চুক্তির প্রথম ধাপ আগামী বছর পর্যন্ত স্থগিত থাকতে পারে। চুক্তি সইয়ের আগে বেইজিং চাইছে চীনা পণ্যের ওপর থেকে আমেরিকাকে আরো বাড়তি শূল্ক প্রত্যাহার করে নিতে হবে। আমেরিকার পক্ষ থেকেও চীনের প্রতি একই রকমের দাবি রয়েছে।
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অর্থমন্ত্রী নুচেন বলেছিলেন, বাণিজ্য চুক্তির কথিত প্রথম ধাপ সই হতে আরো আরো পাঁচ সপ্তাহ সময় লাগবে। কিন্তু একমাস পরে এ চুক্তি সই হওয়া এখন অনেকটা দিবাস্বপ্নে পরিণত হয়েছে এবং বাণিজ্য চুক্তি সংক্রান্ত সামনে যে আলোচনা হতে যাচ্ছে তা আগের চেয়ে আরো বেশি জটিল হবে বলে ধারণা করা হচ্ছে।
চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির অবস্থা সম্পর্কে গতকাল (বুধবার) টেক্সাসে সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন। জবাবে ট্রাম্প বলেছেন, “আমি যেটি চাই আমার মনে হয় চীন সেরকম পদক্ষেপ নিচ্ছে না।”#
পার্সটুডে/এসআইবি/২১