কাবুলের সঙ্গে বিমান যোগাযোগ আবার চালু করুন: ভারতকে তালেবান
https://parstoday.ir/bn/news/world-i98020-কাবুলের_সঙ্গে_বিমান_যোগাযোগ_আবার_চালু_করুন_ভারতকে_তালেবান
আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির সঙ্গে বাণিজ্যিক বিমান যোগাযোগ আবার চালু করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। তালেবান সরকারের পক্ষ থেকে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই আহ্বান জানানো হয়েছে বলে ইরানের বার্তা সংস্থা ইরনা খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০২১ ০৬:২০ Asia/Dhaka
  • কাবুল বিমানবন্দরে দেশটির বিমান পরিবহন সংস্থা ক্যাম এয়ারের বিমান (ফাইল ছবি)
    কাবুল বিমানবন্দরে দেশটির বিমান পরিবহন সংস্থা ক্যাম এয়ারের বিমান (ফাইল ছবি)

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার দেশটির সঙ্গে বাণিজ্যিক বিমান যোগাযোগ আবার চালু করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। তালেবান সরকারের পক্ষ থেকে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই আহ্বান জানানো হয়েছে বলে ইরানের বার্তা সংস্থা ইরনা খবর দিয়েছে।

তালেবান সরকারের পক্ষে ওই চিঠিতে স্বাক্ষর করেছেন আফগানিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোল্লা হামিদুল্লাহ আখুন্দজাদা।চিঠিতে তিনি বলেছেন, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে এবং [আফগানিস্তানের বিমান পরিবহন সংস্থা] অ্যারিয়ানা ও ক্যাম এয়ার ভারতীয় বিমান পরিবহন কোম্পানিগুলোর সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর

এর আগেও আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে দেশটির সঙ্গে নিয়মিত ফ্লাইট চালু করতে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল। কাবুল বলেছিল, এক্ষেত্রে যত রকম সহযোগিতার প্রয়োজন হয় তার ব্যবস্থা করবে অন্তর্বর্তী তালেবান সরকার।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান।এরপর সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে তারা অন্তর্বর্তী সরকার গঠন করলেও এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।