আফগানিস্তানের মসজিদে আবার বোমা হামলা, নিহত ৩
https://parstoday.ir/bn/news/world-i99912-আফগানিস্তানের_মসজিদে_আবার_বোমা_হামলা_নিহত_৩
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১২, ২০২১ ১৮:৩৮ Asia/Dhaka
  • সাম্প্রতিক ছবি
    সাম্প্রতিক ছবি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

আজ (শুক্রবার) জুমার নামাজের সময় নানগারহার প্রদেশের স্পিন গার এলাকার একটি মসজিদে ওই বোমা হামলা চালানো হয়। হামলায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র কাছে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে যে, এই পর্যন্ত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। তালেবানের একজন কর্মকর্তাও বোমা হামলা ও হতাহতের কথা স্বীকার করেছেন। তবে কারা এই বোমা হামলা চালিয়েছে কেউ তা স্বীকার করে নি।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ব্যাপকভাবে তৎপর হয়ে উঠেছে। ক্ষমতাসীন তালেবানের সঙ্গে এই গোষ্ঠীর দ্বন্দ্ব রয়েছে। গত কয়েক সপ্তাহে আফগানিস্তানের বিভিন্ন মসজিদে দায়েশ বোমা হামলা চালিয়েছে এবং তার দায়িত্বও স্বীকার করেছে।

উগ্র সন্ত্রাসী এই গোষ্ঠী আফগানিস্তানের প্রধানত শিয়া মসজিদগুলো লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে আসছে যার শিকার হয়েছে বহু বেসামরিক সাধারণ লোকজন।#

পার্সটুডে/এসআইবি/১২