কুইজ প্রতিযোগিতায় অংশ নিন, রেডিও জিতুন (পর্ব-১০)
https://parstoday.ir/bn/news/bangladesh-i114342-কুইজ_প্রতিযোগিতায়_অংশ_নিন_রেডিও_জিতুন_(পর্ব_১০)
'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' এবং 'ভয়েস অব ডি-এক্সিং'-এর যৌথ উদ্যোগে চলতি অক্টোবর মাসেও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
অক্টোবর ১০, ২০২২ ২৩:৪৫ Asia/Dhaka
  • কুইজ প্রতিযোগিতায় অংশ নিন, রেডিও জিতুন (পর্ব-১০)

'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' এবং 'ভয়েস অব ডি-এক্সিং'-এর যৌথ উদ্যোগে চলতি অক্টোবর মাসেও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ অক্টোবর-২০২২। লটারির মাধ্যমে একজনকে বিজয়ী করে দেওয়া হবে একটি আকর্ষণীয় রেডিও সেট।

প্রশ্ন: ইরানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বর্তমানে গ্রাজুয়েট করা নারী কত শতাংশ?

(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডটকমে সার্চ করুন)

নিয়মাবলি:

০১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।

০২. ১৪ বছরের নিচে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

০৩. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।

০৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected]

০৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীর ছবিসহ নাম-ঠিকানা পার্সটুডে ডটকমে প্রকাশ করা হবে।

০৬. বিজয়ীকে পুরস্কার হিসেবে রেডিও সেট ও সনদপত্র দেয়া হবে।

০৭. ইমেইলে সাবজেক্টের স্থানে 'কুইজ প্রতিযোগিতা অক্টোবর-২০২২' লিখতে হবে।

০৮. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০