আইআরআইবি ফ্যান ক্লাবের অক্টোবর মাসের কুইজ বিজয়ীদের নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/bangladesh-i115684-আইআরআইবি_ফ্যান_ক্লাবের_অক্টোবর_মাসের_কুইজ_বিজয়ীদের_নাম_ঘোষণা
'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত অক্টোবর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ১০৭ জন প্রতিযোগী। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ১০৫ জন (বাংলাদেশ ৮৭, ভারত ১৮)।  
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১০, ২০২২ ১৬:৪৪ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাবের অক্টোবর মাসের কুইজ বিজয়ীদের নাম ঘোষণা

'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত অক্টোবর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ১০৭ জন প্রতিযোগী। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ১০৫ জন (বাংলাদেশ ৮৭, ভারত ১৮)।  

বিজয়ীদের তালিকা 


জয়ন্ত চক্রবর্তী
226-A, Pocket-C, DDA Flats, Siddhartha Extension, 
New Delhi - 110014, India.
 
আব্দুল কুদ্দুস মাস্টার
সভাপতি, শাপলা শর্টওয়েভ এন্ড আইআরআইবি ক্লাব 
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম-৫৬৭০, বাংলাদেশ।

সুমাইয়া আকতার 
আপন বেতার শ্রোতা সংঘ
গ্রামঃ বিনোদপুর, ডাকঃ মচমইল 
উপঃ বাগমারা, জেলাঃ রাজশাহী। 
বাংলাদেশ। 

শাহরিয়ার আহমেদ বাপপি
রোড #১৬,,বাসা # ০৪,,
ব্লক-ডি,,১২-ডি,,
মিরপুর ১২, ঢাকা-১২১৬

মোঃ আজিনুর রহমান
সভাপতি,  মিয়া পাড়া বেতার শ্রোতা ক্লাব, 
গ্রামঃ মিয়া পাড়া,  ডাকঃ চাপানী হাট,
উপঃ ডিমলা, জেলাঃ নীলফামারী।

 

প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

কুইজের উত্তরগুলো মিলিয়ে নিন

প্রশ্ন: ১১ অক্টোবর-২০২২ তারিখে ইরানের সীমান্তরক্ষী বাহিনী পারস্য উপসাগরে যে নৌ মহড়া চালিয়েছে- তার নাম কী?

উত্তর: 'মুহাম্মাদ রাসুলুল্লাহ (স.)

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০