কেয়ারটেকার সরকার আর ফিরে আসবে না: আইনমন্ত্রী
বিরোধী দল দমনে পুলিশকে দলীয় সন্ত্রাসী বানিয়েছে সরকার: অভিযোগ বিএনপির
আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে, বিরোধী দল দমনে পুলিশকে দলীয় সন্ত্রাসী হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
আজ (রোববার) সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মোশাররফ অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরযায়ের শান্তিপূর্ণ পদযাত্রায়, বিনা উস্কানিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলায়, তাদের চারশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। দলের আরেক নীতি নির্ধারক মির্জা আব্বাস, বিএনপির কর্মসূচীর আগে আওয়ামী লীগকে কর্মসূচী দেয়ার আহ্বান জানান। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এ শীর্ষ নেতা।

এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কেয়ারটেকার সরকার আর ফিরে আসবে না। আজ দুপুরে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আধুনিকায়নে নতুন অভিযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে তিনি বলেন, কেয়ারটেকার সরকারের আবির্ভাব হয়েছিল বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপি করার জন্য।
আর সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, সরকারের সজাগ দৃষ্টি রাখার কারণে, বিএনপি পদযাত্রার নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারেনি। #
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১২