রোহিঙ্গা প্রত্যাবাসনে ফের বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i122286-রোহিঙ্গা_প্রত্যাবাসনে_ফের_বিশ্বনেতাদের_সহযোগিতা_চাইলেন_বাংলাদেশের_পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান আছে এবং আমরা বেশ জোর দিচ্ছি যাতে রোহিঙ্গারা যথা শিগগিরই তাদের ভূমিতে যেতে পারে। ঈদ উদযাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন,নিজ দেশে রেখে বাংলাদেশে থাকা ১১ লাখ রোহিঙ্গা ঈদের সময় ঠিকমতো ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। তাদের বিষয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ২২, ২০২৩ ১৭:৫৬ Asia/Dhaka
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে ফের বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান আছে এবং আমরা বেশ জোর দিচ্ছি যাতে রোহিঙ্গারা যথা শিগগিরই তাদের ভূমিতে যেতে পারে। ঈদ উদযাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন,নিজ দেশে রেখে বাংলাদেশে থাকা ১১ লাখ রোহিঙ্গা ঈদের সময় ঠিকমতো ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। তাদের বিষয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

আজ (শনিবার) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের জামাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বনেতৃবৃন্দ যারা আছেন তারা যেন বাংলাদেশকে এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা করেন। যাতে রোহিঙ্গারা তাদের নিজের দেশে গিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

সিলেট সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে অনেক প্রার্থী থাকবেন। শুনেছি ৪২টি ওয়ার্ডে প্রায় ৪শ-এর মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেবেন। এই নির্বাচনে এক-তৃতীয়াংশ বিএনপির প্রার্থী অংশ নিচ্ছে জানিয়ে তিনি তাদের অংশগ্রহণকে স্বাগত জানান এবং তিনি আনন্দিত বলে মন্তব্য করেছেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে যত দল আছে মত আছে, সবাই যেন শৃঙ্খলার সঙ্গে শান্তির সঙ্গে সম্প্রীতির সঙ্গে দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারি। দেশের জনগণের জন্য কাজ করতে পারি সে বিষয়ে সবাইকে ঐক্যমতে আসারও আহ্বান জানান তিনি।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২২