বন্ধ হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, লোডশেডিং এর ভয়াবহ শংকায় আতংকিত মানুষ
https://parstoday.ir/bn/news/bangladesh-i123964-বন্ধ_হচ্ছে_পায়রা_তাপ_বিদ্যুৎ_কেন্দ্র_লোডশেডিং_এর_ভয়াবহ_শংকায়_আতংকিত_মানুষ
বিদ্যুতের দুরবস্থার চিত্র দেখতে বাংলাদেশের রাজধানী ঢাকার পরিস্থিতিই অসহনীয়। দিন রাত মিলে চলে প্রায় ৫ থেকে ৭ ঘন্টার লোড শেডিং। আর ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলা কিংবা গ্রামাঞ্চলের বিদ্যুৎ বিভ্রাট তো মারাত্ম অবস্থায়। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করে স্ট্যাটাস দেন, তাদের এলাকায় মাঝে মধ্যে বিদ্যুৎ আসে। এমন পরিস্থিতির মধ্যে আজ শনিবার থেকে পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে দেশের বৃহত্তম ও সর্বাধুনিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০৩, ২০২৩ ১৭:৩৩ Asia/Dhaka

বিদ্যুতের দুরবস্থার চিত্র দেখতে বাংলাদেশের রাজধানী ঢাকার পরিস্থিতিই অসহনীয়। দিন রাত মিলে চলে প্রায় ৫ থেকে ৭ ঘন্টার লোড শেডিং। আর ঢাকার বাইরে বিভিন্ন জেলা উপজেলা কিংবা গ্রামাঞ্চলের বিদ্যুৎ বিভ্রাট তো মারাত্ম অবস্থায়। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করে স্ট্যাটাস দেন, তাদের এলাকায় মাঝে মধ্যে বিদ্যুৎ আসে। এমন পরিস্থিতির মধ্যে আজ শনিবার থেকে পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে দেশের বৃহত্তম ও সর্বাধুনিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।

কয়লা সংকটে ২৫ মে এর একটি ইউনিট বন্ধ হয়েছিল। কয়লার মজুত ফুরিয়ে যাওয়ায় অবশিষ্ট ইউনিটও বন্ধ হতে যাচ্ছে। এ নিয়ে কয়েক দফা বৈঠকেও সমাধান মেলেনি। বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হলে জাতীয় গ্রিডে অন্তত ১২শ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা রয়েছে। এতে দেশে ভয়াবহ লোডশেডিং দেখা দিতে পারে। মূলত ডলার সংকটে বিদেশ থেকে কয়লা আনা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে বাকিতে কয়লা এনে বিদ্যুৎকেন্দ্রটি সচল রাখা হয়েছিল। এতে প্রতিষ্ঠানটির দেনা প্রায় ৩৬ কোটি ডলার। এই বকেয়া পরিশোধ না করলে নতুন করে কয়লা আনা সম্ভব হবে না।

সূত্র জানায়, পায়রার ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি থেকে শতভাগ বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন অন্তত ১৩ হাজার টন কয়লা পোড়াতে হয়। যা ইন্দোনেশিয়া থেকে আমদানি করত কর্তৃপক্ষ। বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও চীনের সরকারি প্রতিষ্ঠান সিএমসির মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা হতো। পরে দুই প্রতিষ্ঠানের সমান মালিকানায় বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) নামে আলাদা একটি প্রতিষ্ঠান গঠিত হয়। বিগত দিনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রকে ৬ মাস বাকিতে কয়লা দিয়েছে সিএমসি। পরে আরও ৩ মাসের বকেয়াসহ ৯ মাসে বকেয়ার পরিমাণ দাঁড়ায় অন্তত ৩৯ কোটি ডলার। এই বকেয়া ডলার সংকটের কারণে পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ। যে কারণে চীন থেকে কয়লা আমদানি বন্ধ করে দেওয়া হয়। ডলার সংকট মেটাতে কয়েক দফা বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেও সমাধানে আসতে পারেনি সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক প্রেক্ষাপট বিদ্যুৎ ও জ্বালানি খাত বড় ধরনের চ্যালেঞ্জে পড়েছে। সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা সঠিক পরিকল্পনায় চললেও প্রাথমিক জ্বালানির ধারাবাহিক সরবরাহ চ্যালেঞ্জে রয়েছে। এ ঘাটতি মেটাতে দেশের বাহির থেকে বিদ্যুৎ আনা হবে। এছাড়াও বিকল্প বেশকিছু পদক্ষেপ নেওয়া হবে।

তবে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানী বিষয়ক উপদেষ্টা ক্যাবের  সিনিয়র সহ-সভাপতি ড. শামসুল আলম মনে করেন, যারা সরবরাহকারী, তাদের চুক্তি অনুযায়ী সেবা না পেলে শুধু সময় ক্ষেপনে কেন বিল পরিশোধের বকেয়ার অযুহাতে ভোগান্তি পোহাবে দেশের মানুষ ? এদিকে, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী ১০ দিনের মধ্যেই এ সমস্যা সমাধানের ব্যবস্থা করা হচ্ছে। #

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।