আলু-ডিম-পেঁয়াজের দাম ঠিক করে দিল সরকার, বেশি নিলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i128098-আলু_ডিম_পেঁয়াজের_দাম_ঠিক_করে_দিল_সরকার_বেশি_নিলে_ব্যবস্থা_বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশে আলু, ডিম ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এই ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১৯:৩৮ Asia/Dhaka
  • আলু-ডিম-পেঁয়াজের দাম ঠিক করে দিল সরকার, বেশি নিলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশে আলু, ডিম ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এই ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

তিনি বলেন, নির্ধারিত দামে বিক্রি না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে। সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের দাম নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তিন কৃষিপণ্যের দাম নির্ধারণের সিদ্ধান্ত জানান। সে অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৪ থেকে ৬৫ টাকা, আলু কেজিতে ভোক্তা পর্যায়ে ৩৫/৩৬ টাকা  ও কোল্ড স্টোরেজ থেকে ২৬/২৭ টাকা এবং ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতিটি ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এসবের পরেও ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে ডিম আমদানির নীতিগত সিদ্ধান্তও নিয়ে রেখেছে সরকার। এরইমধ্যে চারটি প্রতিষ্ঠান ডিম আমদানির আবেদন করেছে। এছাড়া বোতল ও প্যাকেটজাত সয়াবিন তেল ১৬৯ টাকা লিটার, খোলা তেল ১৪৯ টাকা, পাম ওয়েল ১২৪ টাকা, চিনি খোলা ১২০ ও প্যাকেট ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার ও স্থানীয় পর্যায়ে ডিসি ও ইউএনও বাজার মনিটরিং করবে। কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে আইনি ব্যবস্থা নেবে তারা। টিপু মুনশি আরও জানান, ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত হয়েছে। গড়ে ৫ হাজার টন ইলিশ পাঠানো হতে পারে।  #

পার্সটুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।