দুই দশক পর  কাতার আমিরের ঢাকা সফর: বাণিজ্য ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে
(last modified Thu, 18 Apr 2024 12:19:35 GMT )
এপ্রিল ১৮, ২০২৪ ১৮:১৯ Asia/Dhaka
  • দুই দশক পর  কাতার আমিরের ঢাকা সফর: বাণিজ্য ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি দুই দিনের সফরে আগামী সোমবার প্রথমবারের মতো বাংলাদেশ আসছেন। প্রায় দুই দশক বিরতির পর কাতারের কোনো আমিরের এই বাংলাদেশ সফর হতে যাচ্ছে।  

এ সফরে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর ওপর। দ্বিপাক্ষিক পরিধির বাইরে আমিরের এ সফর রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ।

কাতারের আমিরের দুই দিনের সফরের প্রস্তুতি হিসেবে ১৫ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সমন্বয় সভা হয়। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সফরের নানা বিষয়ের পাশাপাশি ১০ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে চূড়ান্ত হয়েছে।

সইয়ের জন্য চূড়ান্ত হওয়া চুক্তির মধ্যে আছে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি, বন্দীবিনিময়, দ্বৈত কর প্রত্যাহার ও শুল্ক বিষয়ে পারস্পরিক সহযোগিতা। দুই শীর্ষ নেতার বৈঠক শেষে সইয়ের তালিকায় থাকা সম্ভাব্য এমওইউর মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে কাতারে জনশক্তি রপ্তানি, ধর্মীয় বিষয়ে সহযোগিতা, উচ্চশিক্ষায় সহযোগিতা ও কূটনীতিকদের প্রশিক্ষণ।#

পার্সটুডে/জিএআর/১৮