বাংলাদেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৪: চলছে ডেঙ্গুর বিস্তার
-
হাসপাতালে করোনার চিকিৎসা
বিশ্ব মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ৫৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২১৮ জন। নতুন করে কেউ সুস্থ হননি।
আজ (বুধবার) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘সারা বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৯৮১টি পরীক্ষা হয়েছে। ৯৮১ পরীক্ষার ভিত্তিতে আমরা গত ২৪ ঘণ্টায় যতজনের মধ্যে সংক্রমণ পেয়েছি সেই সংখ্যা হচ্ছে ৫৪ জন। সর্বমোট কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২১৮। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রান্ত সংক্রমণ নিয়ে মৃত্যুবরণ করেছেন তিন জন। মোট মৃত্যুর সংখ্যা ২০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এরকম কেউ নেই। ফলে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৩ জন।’

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ‘নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ২১ জন। বয়সের হিসাবে ১১-২০ বছর বয়সের পাঁচ জন, ২১-৩০ বছর বয়সের ১৫ জন, ৩১-৪০ বছর বয়সের ১০ জন, ৪১-৫০ বছর বয়সের সাত জন, ৫১-৬০ বছর বয়সের সাত জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন। এলাকাভিত্তিক বিশ্লেষণে আমরা দেখতে পাই, ৫০ জনের মধ্যে ঢাকা শহরে রয়েছেন ৩৯ জন। ঢাকা শহরে বাইরে ঢাকার অদূরে যেসব উপজেলা রয়েছে সেখানে একজন। আর বাকিরা সবাই ঢাকার বাইরে।’
প্রেস ব্রিফিংটিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৭৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ১৩৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অর্থাৎ বর্তমানে মোট ১০,২৫৭ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপস্থিতি না পাওয়ায় ৪২ জনকে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, করোনার প্রকোপের মাঝে মশাবাহিত ডেঙ্গু রোগও ছড়িয়ে পড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮০ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ২৭১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে নয় জন হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে থাকা নয়জনই ঢাকার বাসিন্দা।
এর আগে মার্চ মাসে ২৭ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন ও জানুয়ারিতে ১৯৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বলে তিনি জানান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/৮