সিলেটে গৃহবধূ গণধর্ষণ: আসামিদের পক্ষ কোনো আইনজীবী দাঁড়ান নি, কমিটি গঠন
https://parstoday.ir/bn/news/bangladesh-i83450-সিলেটে_গৃহবধূ_গণধর্ষণ_আসামিদের_পক্ষ_কোনো_আইনজীবী_দাঁড়ান_নি_কমিটি_গঠন
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের মামলায় গতরাত পর্যন্ত সাতজন আসামি গ্রেপ্তার হয়েছে। এখনো পলাতক আছে একজন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১৫:২৯ Asia/Dhaka
  • সিলেটে গৃহবধূ গণধর্ষণ: আসামিদের পক্ষ কোনো আইনজীবী দাঁড়ান নি, কমিটি গঠন

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের মামলায় গতরাত পর্যন্ত সাতজন আসামি গ্রেপ্তার হয়েছে। এখনো পলাতক আছে একজন।

সর্বশেষ গতরাতে মামলার ৬ নম্বর আসামি মাহফুজুর রহমানকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কানাইঘাট থানা পুলিশ। এদিকে, সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণের বিষয়ে তদন্তে গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবীর চৌধুরী নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা আজ তদন্তের কাজে সিলেট আসছেন।

এমসি কলেজ ছাত্রাবাস। ফাইল ছবি

এ মামলায় গতকাল প্রেপ্তার হওয়া রনি, রাজন ও আইনুলকে আজ মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।  

আজ বেলা পৌনে ১২টায় আসামিদের কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে পুলিশ আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত এ তিনজনের প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতের কোন আইনজীবী অভিযুক্তদের পক্ষে দাঁড়ান নি। তাছাড়া, আদালত প্রাঙ্গনে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ এ ন্যাক্কারজনক ঘটনার জন্য দায়ি ছাত্রলীগ কর্মীদের ধিক্কার জানান।

এর আগে গতকাল সোমবার একই মামলায় আরও তিন আসামি-সাইফুর, অর্জুন ও রবিউলকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।#

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ এমবিএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।