বাংলাদেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৫৮১৮
https://parstoday.ir/bn/news/bangladesh-i84167-বাংলাদেশে_করোনায়_আরও_১৫_জনের_মৃত্যু_মোট_মৃতের_সংখ্যা_৫৮১৮
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৫ জন। একই সময় নতুন করে  আক্রান্ত হয়েছেন  ১ হাজার ৪৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৩ জন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৬, ২০২০ ১৭:১৭ Asia/Dhaka
  • বাংলাদেশে  করোনায়  আরও ১৫ জনের মৃত্যু, মোট মৃতের সংখ্যা ৫৮১৮

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৫ জন। একই সময় নতুন করে  আক্রান্ত হয়েছেন  ১ হাজার ৪৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৩ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৫৮টি।

দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৫১ জন। মোট সুস্থ হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন। করোনায় আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মারা গেছে মোট ৫ হাজার ৮১৮ জন।

এদিকে, তৃতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডা. নিহার রঞ্জন দাস। দুই থেকে আড়াই মাসের ব্যবধানে তিনবারই উপসর্গসহ করোনা ধরা পরে এ চিকিৎসকের। সর্বশেষ রিপোর্টে ২০ ভাগ ক্ষতিগ্রস্ত তার ফুসফুস।

গতকাল  রোববার (২৫ অক্টোবর)  বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,   দেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা  আট হাজার ৮৪ জনে দাঁড়িয়েছে। তার মধ্যে চিকিৎসক দুই হাজার ৮৫২ জন, নার্স এক হাজার ৯৬৬ জন এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী তিন হাজার ২৬৬ জন।

স্বাস্থ্যকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৮ জন চিকিৎসক, ৭৮৫ জন নার্স ও ৪৪৫ জন অন্যান্য কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হন।

বিএমএ'র কর্মকর্তারা জানান, করোনাভাইরাস সংক্রমণের প্রথম দিকে আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেকেই আক্রান্ত হন। তবে বর্তমানে আক্রান্তের সংখ্যা কমে এসেছে।#

পার্সটুডে/এআরকে/আমির/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।