গাজায় গণহত্যা হয়নি বলে দাবি
আন্তর্জাতিক আদালতে ইসরাইলি কর্মকর্তাকে ‘মিথ্যাবাদীর দল’ বলে ভর্ৎসনা
-
ভর্ৎসনার শিকার ইসরাইলি কর্মকর্তা
আন্তর্জাতিক বিচারিক আদালত বা আইসিজে’তে ভর্ৎসনার শিকার হয়েছেন ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় আসন্ন ইসরাইলি স্থল আগ্রাসন বন্ধ করার নির্দেশ দেয়ার যে দাবি বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা জানিয়েছে সে সম্পর্কে শুক্রবার আত্মপক্ষ সমর্থন করছিলেন ওই কর্মকর্তা।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি উপদেষ্টা তামার কাপলান তুর্জেমান শুক্রবার আইসিজে’তে দেয়া বক্তব্যে দক্ষিণ আফ্রিকার আবেদন প্রত্যাখ্যান করার অনুরোধ জানান। দক্ষিণ আফ্রিকা অবিলম্বে রাফায় আগ্রসন বন্ধ করার নির্দেশ জারি করার জন্য আইসিজের প্রতি আহ্বান জানিয়েছিল।
তুর্জেমান আদালতকে বলেন, ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়, দক্ষিণ আফ্রিকার আবেদন প্রত্যাখ্যান করার অনুরোধ জানাচ্ছে তেল আবিব।
এ সময় আদালতের দর্শক সারি থেকে একজন নারী চিৎকার করে বলে ওঠেন, “মিথ্যাবাদীর দল”। তিনি এ শব্দটিকে কয়েকবার উচ্চারণ করেন।
এ সময় ইসরাইলি কর্মকর্তা তাকে ভর্ৎসনা করার উৎসস্থল দেখার জন্য ঘাড় ঘুরিয়ে দর্শক গ্যালারির দিকে তাকাতে বাধ্য হন। তিনি দেখতে পান তাকে ভর্ৎসনাকারী একজন নারীকে আদালতের নিরাপত্তা রক্ষীরা টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছে।
আইসিজের বিচারকরা বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার আবেদন শোনেন এবং শুক্রবার ইসরাইলকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেন। গাজায় গণহত্যা হয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য আন্তর্জাতিক বিচারিক আদালতের বহু বছর সময় লেগে যেতে পারে। তবে রাফায় স্থল আগ্রাসন না চালানো সংক্রান্ত দক্ষিণ আফ্রিকার আবেদনের ব্যাপারে একটি সাময়িক নির্দেশ আগামী সপ্তাহেই জারি হতে পারে বলে আশা করা হচ্ছে। #
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।