মানসিক সমস্যায় ভুগছে হাজারো সেনা
৭০ হাজার ইসরাইলি সৈন্য অক্ষম; গাজা যুদ্ধে হাজার হাজার আহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের ৭০ হাজারের বেশি সেনা যুদ্ধের জন্য অক্ষম হয়ে পড়েছে। দখলদার ইসরাইলের এত বেশি সংখ্যক সেনা এই প্রথম যুদ্ধক্ষেত্রে অক্ষম হলো।
এছাড়া, গাজা যুদ্ধে এ পর্যন্ত ৮,৬৩৩ জন সেনা আহত হয়েছে। ইসরাইলের যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ থেকে প্রকাশিত রিপোর্টে এইসব তথ্য জানানো হয়েছে।
গাজায় গণহত্যা শুরুর পর থেকে আহত হওয়া সেনাদের শতকরা ৩৫ ভাগ মারাত্মক মানসিক সমস্যায় ভুগছে। শতকরা ২১ ভাগ মনস্তাত্ত্বিকভাবে আহত হয়েছে।
পুনর্বাসন বিভাগ ধারণা করছে, চলতি বছরের শেষ পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকলে আরো ২০ হাজার সেনা আহত হতে পারে।
একটি বিশেষজ্ঞ বিশ্লেষণে দেখা গেছে, প্রায় শতকরা ৪০ ভাগ ব্যক্তি যারা বছরের শেষের দিকে হাসপাতালে ভর্তি হবে তারা বিভিন্ন ধরণের মানসিক প্রতিক্রিয়া অনুভব করতে পারে যেমন- উদ্বেগ, বিষণ্নতা, আঘাত পরবর্তী চাপ, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়ার সংকট এবং যোগাযোগের অসুবিধা।
ইসরাইলি মেডিকেল এসোসিয়েশন জানিয়েছে, প্রতি মাসে নতুন করে এক হাজারের বেশি পুরুষ ও নারী রিজার্ভ চিকিৎসা নিচ্ছে এবং তাদের মধ্যে প্রায় ২০ ভাগ মানসিক প্রতিক্রিয়া এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে কাজ করে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/১৯