সিরিয়ায় ইসরাইলের বড় আগ্রাসন
বিমান ও নৌ হামলা শুরু, ‘ভূমিকম্প’ বলছে রুশ গণমাধ্যম
ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালিয়েছে। হামলার ভয়াবহতাকে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক ‘ভূমিকম্প’ বলে অভিহিত করেছে।
আজ (সোমবার) ইসরাইলের যুদ্ধবিমানগুলো তারতুস এবং লাতাকিয়া শহর সহ সিরিয়ার পশ্চিম উপকূলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। ইসরাইলি যুদ্ধবিমানগুলো ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও গোলাবারুদের গুদামে বোমাবর্ষণ করে। এতে এসব শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দখলদার ইসরাইল বাহিনী সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের মূল শহরের ১৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে।
এদিকে, রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের সেনারা হামা এবং হোমস প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। এসব হামলার ঘটনাকে স্পুৎনিক ভূমিকম্পের সাথে তুলনা করেছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, ইহুদিবাদি ইসরাইলের যুদ্ধজাহাজ থেকে সিরিয়ার উপকূলীয় তারতুস প্রদেশ লক্ষ্য করে বহু সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
এদিকে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর যুদ্ধবিমান পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের ক্ষমতা দখলের ৯ দিন পরে এসেও ইসরাইল এসব হামলা চালাচ্ছে কিন্তু ক্ষমতা দখলকারী হায়াতে তাহরির আশ-শাম এর বিরুদ্ধ কিছুই বলছে না।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/১৬