আমেরিকার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে বিজয়ী হওয়ার অঙ্গীকার
https://parstoday.ir/bn/news/event-i147904-আমেরিকার_বিরুদ্ধে_বাণিজ্য_যুদ্ধে_বিজয়ী_হওয়ার_অঙ্গীকার
জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হওয়ার দৌড়ে জেতার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে জয়লাভের অঙ্গীকার করেছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শতকরা ৮৬ ভাগ ভোট পেয়ে নেতৃত্বের দৌড়ে সহজেই জয়ী হন তিনি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১০, ২০২৫ ১৯:০৭ Asia/Dhaka
  • মার্ক কার্নি
    মার্ক কার্নি

জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হওয়ার দৌড়ে জেতার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে জয়লাভের অঙ্গীকার করেছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শতকরা ৮৬ ভাগ ভোট পেয়ে নেতৃত্বের দৌড়ে সহজেই জয়ী হন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভের পর কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি দেশের চলমান ইস্যু নিয়ে কথা বলেন। একই সাথে তার বাণিজ্য নীতি ও সীমান্ত সুরক্ষা নিয়েও কথা বলেন। তিনি বলেন, “আমরা কানাডার সাথে অন্যান্য দেশের নতুন বাণিজ্য সম্পর্ক শুরু করতে চাই। একই সাথে সীমান্তকে আরো সুরক্ষিত করতে চাই।”

এসময় কানাডার ওপর মার্কিন সরকারের বাড়তি শুল্ক আরোপকে অন্যায় মন্তব্য করে বাণিজ্য যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেন মার্ক কার্নি। তিনি বলেন, "আমেরিকানদের কোনো ভুল করা উচিত নয়: হকির মতো বাণিজ্যেও কানাডা জিতবে। আমাদের প্রতি আমেরিকানরা সম্মান না দেখানো পর্যন্ত মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ অব্যাহত থাকবে।”

রোববার তিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একচেটিয়া জয় পান ব্যাংক অব কানাডার সাবেক গভর্নর কার্নি। ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন মাত্র ১১ হাজার ১৩৪ ভোট।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১০