মহুয়ার সাংসদ পদ বাতিল প্রসঙ্গে একহাত নেন মমতা
https://parstoday.ir/bn/news/india-i137224-মহুয়ার_সাংসদ_পদ_বাতিল_প্রসঙ্গে_একহাত_নেন_মমতা
কৃষ্ণনগরের ‘রানিমা’র সমর্থনে শুক্রবার নির্বাচনী জনসভা করবেন মোদি। তার ঠিক একদিন আগে ওই একই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে বিজেপিকে কড়া সমালোচনা করে বক্তব্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে মহুয়ার সাংসদ পদ বাতিলের প্রসঙ্গ তুলেও খোঁচা দেন তিনি।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ০২, ২০২৪ ১৯:১০ Asia/Dhaka
  • মহুয়ার সাংসদ পদ বাতিল প্রসঙ্গে একহাত নেন মমতা

কৃষ্ণনগরের ‘রানিমা’র সমর্থনে শুক্রবার নির্বাচনী জনসভা করবেন মোদি। তার ঠিক একদিন আগে ওই একই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে বিজেপিকে কড়া সমালোচনা করে বক্তব্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে মহুয়ার সাংসদ পদ বাতিলের প্রসঙ্গ তুলেও খোঁচা দেন তিনি।

কৃষ্ণনগর থেকেই এবার লোকসভা ভোটের প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মোদি আসার আগের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার তেহট্টের হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে আবারও মহুয়ার সমর্থনে নির্বাচনী সভা করলেন দলনেত্রী। মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে তাঁর ‘লড়াকু’ মানসিকতার প্রশংসা করলেন মমতা। তোপ দাগলেন মোদির বিরুদ্ধে। বললেন, ‘‘কাল আবার মিথ্যা বলতে আসছেন মহুয়ার এখানে। কারণ, মহুয়াকে নিয়ে ওঁদের খুব জ্বালা। মহুয়া যে মুখের উপর কথা বলে দেয়। ভয় পায় না। মহুয়া বাঘের বাচ্চার মতো লড়াই করে। ও সবাইকে বলে দিয়েছিল দেশে কী চলছে। তাতে কী রাগ। আসলে কেঁচো খুঁড়তে গেলে তো দিল্লির নেতাদের সাপ বেরিয়ে যাবে।’’

মহুয়ার সাংসদ পদ বাতিল প্রসঙ্গেও একহাত নেন মমতা। তাঁর তোপ, ‘‘মহুয়াকে ভয় পায় বলে ওকে ওরা তাড়িয়ে দিয়েছে। কিন্তু পার্লামেন্ট থেকে তাড়ালেও মানুষের মন থেকে তাড়াতে পারেনি। আপনারা আবার ভোট দিয়ে ওকে জেতান। ও আবার সংসদে আপনাদের হয়ে লড়বে।’’ এদিনের নির্বাচনী প্রচার সভার মঞ্চ থেকে আরও একবার মমতার গলায় কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু শোনা যায়। #

পার্সটুডে/এমআরএইচ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।