সন্ত্রাসবিরোধী আইনে মামলা: সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
-
আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড
বাংলাদেশে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (সোমবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, মামলাটিতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদনসহ আনিস আলমগীরকে আদালতে হাজির করে। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রাত দুটার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
মামলায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
সাংবাদিক আনিস আলমগীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সম্প্রতি টেলিভিশন টকশোতে তার মন্তব্য বেশ আলোচনা তৈরি করে।#
পার্সটুডে/জিএআর/১৫