নিরাপত্তা হুমকির মুখে পড়লেই কঠোর জবাব দেয়া হবে: শামখানি
(last modified Thu, 28 Apr 2022 08:38:25 GMT )
এপ্রিল ২৮, ২০২২ ১৪:৩৮ Asia/Dhaka
  • ইরাকি সংসদের স্পিকার মুহাম্মাদ আল-হালবুসির সঙ্গে বৈঠকে আলী শামখানি (ডানে)
    ইরাকি সংসদের স্পিকার মুহাম্মাদ আল-হালবুসির সঙ্গে বৈঠকে আলী শামখানি (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সমস্ত তৎপরতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তার দেশ। ইরানের জাতীয় নিরাপত্তা কোনো রকমে হুমকির মুখে পড়লে তাৎক্ষণিকভাবে কঠোর জবাব দেয়া হবে।

ইরান সফররত ইরাকের জাতীয় সংসদের নতুন স্পিকার মুহাম্মাদ আল-হালবুসির সঙ্গে এক বৈঠকে আলী শামখানি এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেন, ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইহুদিবাদী ইসরাইল ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কিছু তৎপরতা চালিয়েছে যা একেবারেই অগ্রহণযোগ্য।

আলী শামখানি বলেন, মুসলিম ও আরব বিশ্বে ইরাক তার প্রকৃত অবস্থানে ফিরে আসার মধ্যদিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, পূর্ণাঙ্গ সহযোগিতার মধ্যদিয়ে শক্তিশালী, উন্নত ও স্থিতিশীল প্রতিবেশী ইরাক প্রতিষ্ঠা করাই ইরানের স্থায়ী ও অপরিবর্তনীয় নীতি।   

বৈঠকে হালবুসি বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কোনো রকমের সহযোগিতা ও সম্পর্ক রাখাকে অপরাধ হিসেবে দেখা হবে- এমন বিষয় সামনে রেখে ইরাকরে জাতীয় সংসদ কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যেকোনো উদ্যোগ ঠেকানোর লক্ষ্য নিয়ে এমন পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান হালবুসি।

তিনি বলেন, ইরাকে রাজনৈতিক ধারাবাহিকতা ও পরস্পরিক সম্পর্ক জোরদার করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।