কাতার বিশ্বকাপ: ইরানের ফুটবল দলকে বিদায় জানালেন প্রেসিডেন্ট রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i115888-কাতার_বিশ্বকাপ_ইরানের_ফুটবল_দলকে_বিদায়_জানালেন_প্রেসিডেন্ট_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের জনগণ যেন তাদের দেশের বড় বড় সাফল্য ও অর্জনগুলো উপভোগ করতে না পার সেজন্য শত্রুরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলে ইরানি টিমের অংশগ্রহণের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৫, ২০২২ ০৭:২৩ Asia/Dhaka
  • ইরানের ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট রায়িসি; সর্ববামে কোচ কার্লোস কেইরোজ
    ইরানের ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট রায়িসি; সর্ববামে কোচ কার্লোস কেইরোজ

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের জনগণ যেন তাদের দেশের বড় বড় সাফল্য ও অর্জনগুলো উপভোগ করতে না পার সেজন্য শত্রুরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলে ইরানি টিমের অংশগ্রহণের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

গতকাল (সোমবার) ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলতে পারা একটি বিশাল সাফল্য যার আনন্দ ইরানি জনগণের কাছ থেকে শত্রুরা কেড়ে নিতে চায়।

বিশ্বকাপ ফুটবলের মূল পর্বের তিনটি ম্যাচের পাশাপাশি প্রস্তুতি ম্যাচগুলোতে ইরান ভালো ফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। রায়িসি বলেন, বিশ্বকাপের ফুটবল ম্যাচগুলো ইরানি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করবে যা এদেশের শত্রুদের কাম্য নয়।

ইরানের প্রেসিডেন্ট জাতীয় দলের সব খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, মহান আল্লাহ আপনাদের নিরলস প্রচেষ্টার ফল হিসেবে আপনাদেরকে ইরানের জার্সি পরে বিশ্বকাপের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা হিসেবে আপনাদের লক্ষ্যে থাকবে দেশের জনগণকে খুশি করার সর্বোচ্চ চেষ্টা চালানো।

কাতার বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ ২১শে নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও ওয়েলস। বিশ্বকাপে নামার আগে তিউনিসিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।