এশিয়া কাপ: ফিলিস্তিনকে ৪-১ গোলে হারিয়ে শুভ সূচনা ইরানের
https://parstoday.ir/bn/news/iran-i133338
২০২৩ এএফসি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনকে ৪-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। গাজা-ইসরাইল যুদ্ধের ১০০তম দিনে এই টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন ইরানের মুখোমুখি হয় ফিলিস্তিনের জাতীয় ফুটবল দল।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১৫, ২০২৪ ১১:০৪ Asia/Dhaka
  • এশিয়া কাপ: ফিলিস্তিনকে ৪-১ গোলে হারিয়ে শুভ সূচনা ইরানের

২০২৩ এএফসি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনকে ৪-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। গাজা-ইসরাইল যুদ্ধের ১০০তম দিনে এই টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন ইরানের মুখোমুখি হয় ফিলিস্তিনের জাতীয় ফুটবল দল।

গতকাল (রোববার) রাতে কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির শুরুতে গাজার শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পুরো ম্যাচজুড়ে ইরান এবং ফিলিস্তিনি সমর্থকরা গাজার জনগণের প্রতি সংহতি জানান।  

ফিলিস্তিনের প্রতি দর্শকদের সমর্থন

'গ্রুপ সি'র ম্যাচ শুরু থেকেই ইরান আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। দুই মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন অভিজ্ঞ স্ট্রাইকার কারিম আনসারিফার্দ। এর ১০ মিনিট পর শুজা কলিজাদেহ দ্বিতীয় গোলটি করেন।

প্রথমার্ধের ৩৮তম মিনিটে ইরানের পক্ষে তৃতীয় গোলটি করেন মেহেদি আব্দুলহামিদ কায়েদি। তিনটি গোল খেয়ে ফিলিস্তিনিরা প্রতিরোধ গড়ে তোলে এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি গোল পরিশোধ করেন তামের সেয়াম।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইরানের কোচ আমির কালেনোই, করিম আনসারিফার্ড এবং মেহেদি কায়েদির জায়গায় সরদার আজমুন এবং মোহাম্মদ মোহেব্বিকে মাঠে নিয়ে আসেন। ৫৪তম মিনিটে ডানদিক থেকে ইরানের আক্রমণ করেন সামান কুদ্দুস। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে বদলি খেলোয়াড় সর্দার আজমুন ইরানের পক্ষে চতুর্থ গোলটি করেন।

৯০তম মিনিটে ইরানি গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ অসাধারণ দক্ষতা দেখিয়ে ফিলিস্তিনিদের দ্বিতীয় গোলের চেষ্টা ব্যর্থ করে দেন।

ফিলিস্তিনের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আর পরের দিন ইরান খেলবে হংকংয়ের সাথে।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।