আবারো লন্ডনগামী বিমানের ফ্লাইট চালু করবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i89964-আবারো_লন্ডনগামী_বিমানের_ফ্লাইট_চালু_করবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় পতাকাবাহী বিমানসংস্থা ইরান এয়ার শিগগিরই তেহরান-লন্ডন ফ্লাইট চালু করবে। ইরান এয়ারের জনসংযোগ বিভাগের পরিচালক হোসেইন জাহানি এ কথা বলেছেন।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১২, ২০২১ ১২:৪০ Asia/Dhaka
  • ইরান এয়ারের একটি বিমান
    ইরান এয়ারের একটি বিমান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় পতাকাবাহী বিমানসংস্থা ইরান এয়ার শিগগিরই তেহরান-লন্ডন ফ্লাইট চালু করবে। ইরান এয়ারের জনসংযোগ বিভাগের পরিচালক হোসেইন জাহানি এ কথা বলেছেন।  

তিনি জানান, আগামী ৬ মে থেকে  ইরান এয়ারের তেহরান-লন্ডনগামী  ফ্লাইট চালু হবে।

হোসেইন জাহানি বলেন, ব্রিটেন করোনাভাইরাসের কারণে দেয়া লকডাউন তুলে নেয়ার প্রেক্ষাপটে ইরান এয়ার তার ফ্লাইট চালু করতে যাচ্ছে। তিনি জানান, সপ্তাহে রোব এবং বৃহস্পতিবার ইরান এয়ারের ফ্লা্ইট চলবে। 

 বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার পর ফেব্রুয়ারি মাস থেকে বিমানের ফ্লাইট বাতিল করে ইরান এয়ার।#

পার্সটুডে/এসআইবি/১২