ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি:
‘সাম্রাজ্যবাদী শক্তি জ্ঞানবিজ্ঞানে ইরানের উন্নতি সহ্য করতে পারছে না’
-
বুধবার তেহরানে ইরানের পরমাণু শিল্পের কিছু উল্লেখযোগ্য সাফল্যের প্রদর্শনী পরিদর্শন করেন মোহাম্মাদ ইসলামি
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি খাতে তার দেশের উন্নতি সহ্য করতে পারছে না। তিনি বুধবার তেহরানে ইরানের পরমাণু শিল্পের কিছু উল্লেখযোগ্য সাফল্যের প্রদর্শনী পরিদর্শন করতে গিয়ে এ মন্তব্য করেন।
ইসলামি বলেন, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ইরানকে শক্তিশালী দেশে পরিণত করার জন্য যে নিরলস প্রচেষ্টা চলছে তা ইরানের শত্রুরা মেনে নিতে পারছে না।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, তার দেশের বেসামরিক পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত ও ধ্বংস করতে শত্রুরা কোনো ধরনের চেষ্টা বাদ রাখেনি। এই কর্মসূচির বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র এখনও থেমে নেই বলে তিনি জানান।

মোহাম্মাদ ইসলামি বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি আমাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে ইরানের অগ্রগতি থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাস্তবে ফল হয়েছে উল্টো। আমাদের পরমাণু বিজ্ঞানীদের ঈমানি চেতনা বেড়ে গেছে এবং তারা বর্তমানে দ্বিগুণ উৎসাহে পরমাণু স্থাপনাগুলোতে কাজ করে যাচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।