সুইডেনের সঙ্গে স্বাক্ষরিত সকল চুক্তি বাতিলের দাবি জর্দানের এমপিদের
https://parstoday.ir/bn/news/west_asia-i125826-সুইডেনের_সঙ্গে_স্বাক্ষরিত_সকল_চুক্তি_বাতিলের_দাবি_জর্দানের_এমপিদের
সুইডেনে বারবার কোরআন অবমাননার ঘটনায় জর্দানের পার্লামেন্ট সদস্যরা আন্তর্জাতিক আদালতে সুইডেনের বিচারের দাবি জানিয়েছে। সেইসঙ্গে সুইডেনের সঙ্গে স্বাক্ষরিত সকল চুক্তি স্থগিত রাখারও দাবি জানায় এমপিরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২১, ২০২৩ ১৮:৪২ Asia/Dhaka
  • জর্দানের পার্লামেন্ট
    জর্দানের পার্লামেন্ট

সুইডেনে বারবার কোরআন অবমাননার ঘটনায় জর্দানের পার্লামেন্ট সদস্যরা আন্তর্জাতিক আদালতে সুইডেনের বিচারের দাবি জানিয়েছে। সেইসঙ্গে সুইডেনের সঙ্গে স্বাক্ষরিত সকল চুক্তি স্থগিত রাখারও দাবি জানায় এমপিরা।

বার্তা সংস্থা ইসনা আজ (শুক্রবার) আরও জানিয়েছে, কোরআন অবমাননার পর জর্দানের সংসদের ৬৪ জন সদস্য একটি সংসদীয় স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন এবং তাদের দেশের সরকারকে সুইডেনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার এবং নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছেন।

জর্ডানের সংসদ সদস্যদের স্মারক লিপিতে বলা হয়েছে: জাতিসংঘ সনদ অনুযায়ী পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দেওয়া বিশ্ব শান্তি ও নিরাপত্তার লঙ্ঘন।

স্মারক লিপিতে আরও বলা হয়েছে: যতক্ষণ পর্যন্ত সুইডেন আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাচ্ছে এবং ইসলাম ধর্ম ও ঐশি আইনের অবমাননা বন্ধ করার ঘোষণা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সুইডিশ পণ্য বয়কট করার দাবি জানানো হয়েছে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।