পূর্ব আলেপ্পোর দুই-তৃতীয়াংশ সিরিয়ার সেনাবাহিনীর দখলে: ম্যাপ
https://parstoday.ir/bn/news/west_asia-i27715-পূর্ব_আলেপ্পোর_দুই_তৃতীয়াংশ_সিরিয়ার_সেনাবাহিনীর_দখলে_ম্যাপ
যুদ্ধক্ষেত্রের বাস্তবতার ভিত্তিতে তৈরি একটি মানচিত্রে দেখা গেছে, সিরিয়ার সেনাবাহিনী পূর্ব আলেপ্পোর দুই-তৃতীয়াংশের বেশি এলাকা পুনর্দখল করেছে। কিছুদিন আগ পর্যন্ত গোটা পূর্ব আলেপ্পো বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ০৮, ২০১৬ ০৮:৪৫ Asia/Dhaka
  • পূর্ব আলেপ্পোয় সেনা টহল
    পূর্ব আলেপ্পোয় সেনা টহল

যুদ্ধক্ষেত্রের বাস্তবতার ভিত্তিতে তৈরি একটি মানচিত্রে দেখা গেছে, সিরিয়ার সেনাবাহিনী পূর্ব আলেপ্পোর দুই-তৃতীয়াংশের বেশি এলাকা পুনর্দখল করেছে। কিছুদিন আগ পর্যন্ত গোটা পূর্ব আলেপ্পো বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সহযোগী প্রতিষ্ঠান ‘দ্যা ওয়ার মিডিয়া সেন্টার’ বুধবার এ মানচিত্র প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, পূর্ব আলেপ্পোর শতকরা ৭৮ ভাগ এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার প্রকাশিত মানচিত্র

বর্তমানে সন্ত্রাসীদের কাছ থেকে পুনর্দখলকৃত এলাকাগুলোতে নিরাপত্তা প্রতিষ্ঠার দিকে মনযোগ দিয়েছে সেনাবাহিনী। আল-জাদিদা, ফারাফরা, আগিল, কাস্তাল আল-হারামি, বেইত আল-কোনাস, বাব আল হাদিদ, শারে বাব আন-নাসর, আল-হামিদিয়া, কাদি কাসকার, আল-মাশাতিয়া ও কারাহ আল-জাবাল এলাকায় পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

এদিকে সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দেশটির সেনাবাহিনী পূর্ব আলেপ্পোর শেখ লুতফি এলাকা পুনর্দখল করেছে এবং হাই আল-মারজা এলাকার একাংশ নিয়ন্ত্রণে নিয়েছে। এ ছাড়া, সন্ত্রাসীরা আল-ওয়িউন হাসপাতাল ও আলেপ্পো দূর্গের মাঝামাঝি কিছু এলাকা হাতছাড়া হয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।

এর আগে বুধবার সিরিয়ার সেনাবাহিনী পুরনো আলেপ্পোর গোটা এলাকা পুনর্দখল করতে সক্ষম হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮