সিরিয়ায় সাংবিধানিক কমিটি গঠনের প্রক্রিয়া জোরদার হচ্ছে
-
জারিফ (ডানে), ল্যাভরভ, চাভুসওগ্লু (বামে)
ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন। একইসঙ্গে তারা সাংবিধানিক কমিটি গঠনের প্রক্রিয়া জোরদারে সম্মত হয়েছেন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুসওগ্লু'র মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘ মহাসচিবের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টিফেন দ্য মিস্তুরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি সাংবিধানিক কমিটি প্রসঙ্গে বলেছেন, এই কমিটি গঠনের বিষয়ে পারস্পরিক সমঝোতা ও গঠনমূলক মনোভাব জরুরি।
রুশ পররাষ্ট্রমন্ত্রী আস্তানা বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করে বলেছেন, তিন দেশই সিরিয়ায় সবার অংশগ্রহণে একটি সংবিধান প্রণয়নের পক্ষে। এ লক্ষ্যে একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছে।
সিরিয়ার বিভিন্ন পক্ষের সঙ্গে সাংবিধানিক কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়েছে বলেও এই তিন দেশ জানিয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯