আমেরিকার অশুভ লক্ষ্য বাস্তবায়ন হতে দেবে না প্রতিরোধ সংগ্রাম: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i69596-আমেরিকার_অশুভ_লক্ষ্য_বাস্তবায়ন_হতে_দেবে_না_প্রতিরোধ_সংগ্রাম_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, আমেরিকা এখন অর্থনৈতিক অবরোধের মাধ্যমে প্রতিরোধ সংগ্রামকে নতি স্বীকারে বাধ্য করতে চায়। কিন্তু লেবাননের জনগণ কখনোই অন্যায়ের কাছে নতি স্বীকার করবে না এবং প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ১৫, ২০১৯ ১৯:৪৬ Asia/Dhaka
  • নায়িম কাসেম
    নায়িম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, আমেরিকা এখন অর্থনৈতিক অবরোধের মাধ্যমে প্রতিরোধ সংগ্রামকে নতি স্বীকারে বাধ্য করতে চায়। কিন্তু লেবাননের জনগণ কখনোই অন্যায়ের কাছে নতি স্বীকার করবে না এবং প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি আজ (সোমবার) আরও বলেছেন, আমেরিকা এমন এক নয়া মধ্যপ্রাচ্য গড়ে তুলতে চায় যেখানে নেতৃত্বসহ সব কিছুর ওপর থাকবে মার্কিন আধিপত্য।

নায়িম কাসেম বলেন, আমেরিকা একমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়। তারা চায় গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু মার্কিনীরা কখনোই এ ক্ষেত্রে সফল হতে পারবে না। কারণ তাদের মোকাবেলায় এমন এক প্রতিরোধ শক্তি দাঁড়িয়ে গেছে যারা সম্মান-মর্যাদায় বিশ্বাস করে। 

ইরানের জাতীয় সামরিক বাহিনী আইআরজিসি-কে কালো তালিকাভুক্তির মার্কিন পদক্ষেপের সমালোচনা করে বলেন, এর মাধ্যমে ইরান সরকারের অধিকার লঙ্ঘন করেছে আমেরিকা। তবে ইরান অতীতের মতো ভবিষ্যতেও এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হবে বলে তিনি জানান।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫