ইয়েমেন যুদ্ধ অবসানের দাবিতে বাহরাইনি নাগরিকদের বিক্ষোভ মিছিল
https://parstoday.ir/bn/news/west_asia-i99636-ইয়েমেন_যুদ্ধ_অবসানের_দাবিতে_বাহরাইনি_নাগরিকদের_বিক্ষোভ_মিছিল
দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক আগ্রাসনের বিরোধিতা করে বাহরাইনে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগান দেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
নভেম্বর ০৬, ২০২১ ১২:৩৩ Asia/Dhaka
  • বাহরাইনে বিক্ষোভ
    বাহরাইনে বিক্ষোভ

দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক আগ্রাসনের বিরোধিতা করে বাহরাইনে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসন বন্ধের দাবিতে স্লোগান দেন।

গতকাল (শুক্রবার) জুমা নামাজের পর আল-কাদাম এলাকায় এই বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভকারীরা যে ব্যানার বহন করছিলেন তাতে লেখা ছিল- ইয়েমেনে সৌদি আগ্রাসন ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তারা লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে লেবানন যুদ্ধ বন্ধের দাবি জানান

বিক্ষোভকারীদের সঙ্গে থাকা একটি ব্যানারে লেখা ছিল- বাহরাইনের জনগণ ইয়েমেনের ওপর সৌদি ব্যর্থ যুদ্ধের অবসান চায়

এর আগে গত ৩০ অক্টোবর বাহরাইনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে মানামা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় মানাম সরকার। এর একদিন পর বাহরাইনের জনগণ ইয়েমেন যুদ্ধ বন্ধের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিল করলেন

লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি সম্প্রতি বলেছেন, ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসন অনৈতিক এবং এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। তিনি আরো বলেছেন, ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং দেশটির সামরিক বাহিনী বিদেশি আগ্রাসন মোকাবেলা করছে

তার এই বক্তব্যের পর সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। পাশাপাশি তারা লেবাননের কূটনীতিক বহিষ্কার করে।#

পার্সটুডে/এসআইবি/৬