তাইওয়ানের স্বাধীনতা মানেই যুদ্ধ: চীন
https://parstoday.ir/bn/news/world-i112096-তাইওয়ানের_স্বাধীনতা_মানেই_যুদ্ধ_চীন
ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝেং জেগুয়াং বলেছেন, তাইওয়ানে ব্রিটিশ এবং মার্কিন সরকারের হস্তক্ষেপের কারণে একটি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তিনি বলেছেন, ব্রিটিন, চীন এবং আমেরিকার সম্পর্কের মাঝখানে তাইওয়ান নিয়ে একটি ছেদ রেখা পড়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৮, ২০২২ ১৬:২৫ Asia/Dhaka
  • ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝেং জেগুয়াং
    ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝেং জেগুয়াং

ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝেং জেগুয়াং বলেছেন, তাইওয়ানে ব্রিটিশ এবং মার্কিন সরকারের হস্তক্ষেপের কারণে একটি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তিনি বলেছেন, ব্রিটিন, চীন এবং আমেরিকার সম্পর্কের মাঝখানে তাইওয়ান নিয়ে একটি ছেদ রেখা পড়েছে। 

ব্রিটেনের প্রভাবশালী দৈনিক পত্রিকা গার্ডিয়ানের মন্তব্য কলামে চীনারা শুধু এসব কথা বলেছেন। এতে তাইওয়ানের ব্যাপারে চীন সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন তাইওয়া এখন চীন, আমেরিকা এবং ব্রিটেনের কাছে পরশপাথর হয়ে উঠেছে।

তিনি বলেন, গত কয়েক বছর ধরে আমেরিকা তাইওয়ানকে ত্রুপের তাস হিসেবে ব্যবহার করছে এবং এই জন্য স্বশাসিত দ্বীপটির কাছে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করছে এবং তাইওয়ানের নেতাদের সঙ্গে সম্পর্ক উন্নত করে এক চীন নীতি থেকে সরে আসছে।

আমেরিকার এই পথ অনুসরণ করা ব্রিটেনের উচিত হবে না বলে চীনা রাষ্ট্রদূত তার বক্তব্য কলামে উল্লেখ করেছেন। গার্ডিয়ানে প্রকাশিত এ কলামে চীনা রাষ্ট্রদূত আরো বলেছেন, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ দেশটির কয়েকজন আইনপ্রণেতা তাইওয়ান সফরের কারণে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা তৈরি হয়েছে। চীন এবং ব্রিটেনর মধ্যকার সম্পর্কের ক্ষেত্রেও তাইওয়ান দ্বীপ সব সময় স্পর্শকাতর বিষয় হিসেবে ছিল।#

পার্সটুডে/এসআইবি/১৮