ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ও শিশুসহ নিহত ১৮
https://parstoday.ir/bn/news/world-i118608-ইউক্রেনে_হেলিকপ্টার_বিধ্বস্ত_স্বরাষ্ট্রমন্ত্রী_ও_শিশুসহ_নিহত_১৮
ইউক্রেনে বিধ্বস্ত হেলিকপ্টারে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিও ছিলেন। এই দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার দুই গুরুত্বপূর্ণ সহযোগীসহ ১৮ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৩ ১৮:৪০ Asia/Dhaka
  • ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ও শিশুসহ নিহত ১৮

ইউক্রেনে বিধ্বস্ত হেলিকপ্টারে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিও ছিলেন। এই দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার দুই গুরুত্বপূর্ণ সহযোগীসহ ১৮ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।

আজ (বুধবার) রাজধানী কিয়েভের পূর্ব উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে তিন শিশু রয়েছে। আরও ১৫ শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোনাস্তিরস্কি ছাড়া আরও আটজন হেলিকপ্টারের আরোহী ছিলেন। অন্যরা হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় ঘটনাস্থলে ছিলেন।

বিভিন্ন সূত্র জানিয়েছে, হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছিলেন।  

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ওই কিন্ডারগার্টেনের পাশে আগুন ধরে যায়। এর ফলে শিশু হতাহতের ঘটনাও ঘটেছে। বহু শিশু ও কর্মীকে কিন্ডারগার্টেন ভবন থেকে সরিয়ে আনা হয়। আগুন জ্বলতে থাকা একটি ভবনের বাইরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা যায়।

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময়টি অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি আবাসিক ভবনে আছড়ে পড়ার আগে হেলিকপ্টারটি ওই কিন্ডারগার্টেনে আঘাত হানে। #

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।