কয়েকটি অঞ্চলে গণ-ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i131326-কয়েকটি_অঞ্চলে_গণ_ড্রোন_হামলা_প্রতিহত_করল_রাশিয়া
রাশিয়ার সামরিক বাহিনী দেশের কয়েকটি অঞ্চলে ইউক্রেনের পক্ষ থেকে চালানো গণ-ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এসব হামলায় ইউক্রেনের সামরিক বাহিনী অন্তত ২৪টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) এই তথ্য দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৬, ২০২৩ ১৯:৩১ Asia/Dhaka
  • কয়েকটি অঞ্চলে গণ-ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া

রাশিয়ার সামরিক বাহিনী দেশের কয়েকটি অঞ্চলে ইউক্রেনের পক্ষ থেকে চালানো গণ-ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। এসব হামলায় ইউক্রেনের সামরিক বাহিনী অন্তত ২৪টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) এই তথ্য দিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এইসব হামলার চেষ্টা চালানো হয়। কিন্তু রাশিয়ার সামরিক বাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলাগুলো প্রতিহত করে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী আজভ সাগরের উপর দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে সেগুলো ভূপাতিত করে রাশিয়ার সেনারা।

এদিকে, রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর কয়েকটি অঞ্চলে বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের পক্ষ থেকে মস্কোর উপরেও গণভাবে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ড্রোন হামলার পর মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে বিমান চলাচল বিঘ্নিত হয়।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।