বোরকা নিষিদ্ধ করছে শ্রীলঙ্কা
(last modified Sat, 13 Mar 2021 14:51:06 GMT )
মার্চ ১৩, ২০২১ ২০:৫১ Asia/Dhaka
  • শ্রীলঙ্কার রাস্তায় হেঁটে যাচ্ছেন বোরকা পরিহিতা এক নারী
    শ্রীলঙ্কার রাস্তায় হেঁটে যাচ্ছেন বোরকা পরিহিতা এক নারী

শ্রীলঙ্কা সরকার দেশটিতে বোরকা নিষিদ্ধ করতে যাচ্ছে। একইসঙ্গে এক হাজারের বেশি মাদ্রাস বন্ধ করে দেবে। আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা সরকারের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী শরত বিরাসেকেরা এ খবর দিয়েছেন।

শ্রীলঙ্কা সরকারের এই সিদ্ধান্ত সেখানকার সংখ্যালঘু মুসলমানদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

মন্ত্রী বিরাসেকেরা বলেন, “আমি একটি কাগজে সই করে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠিয়েছি যাতে সম্পূর্ণভাবে বোরকা নিষিদ্ধ করার ব্যবস্থা থাকবে।” তিনি জানান, মুখ ঢেকে কেউ বোরকা পরতে পারবে না; এটি নিষিদ্ধ করা হবে। বিরাসেকেরা দাবি করেন, জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি তার ভাষায় বলেন, আমাদের দেশে প্রথম দিকে মুসলিম নারী ও মেয়েরা কখনো বোরকা পরতেন না। এটি ধর্মীয় উগ্রবাদের লক্ষণ, যা সম্প্রতি এসেছে। আমরা নিশ্চয় এটি নিষিদ্ধ করব।”#

পার্সটুডে/এসআইবি/১৩

ট্যাগ