গাজীপুর ন্যাশনার পার্কে ‘ফ্যামিলি ডে-২০২২’ শীর্ষক শ্রোতা মিলনমেলা অনুষ্ঠিত
(last modified Mon, 14 Mar 2022 07:32:36 GMT )
মার্চ ১৪, ২০২২ ১৩:৩২ Asia/Dhaka
  • গাজীপুর ন্যাশনার পার্কে ‘ফ্যামিলি ডে-২০২২’ শীর্ষক শ্রোতা মিলনমেলা অনুষ্ঠিত

জনাব,আসসালামু আলাইকুম। রেডিও লিসেনার্স ক্লাবের উদ্যোগে গত ১১ মার্চ (শুক্রবার) গাজীপুরের ন্যাশনাল পার্কে ‘ফ্যামিলি ডে-২০২২’ শীর্ষক এক শ্রোতা মিলনমেলা অনুষ্ঠিত হয়। আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের বেশ কয়েকজন সদস্য এতে অংশ নেন, বিতরণ করেন রেডিও তেহরানের ব্রুশিয়ার।

‘রেডিও হলো জ্ঞানের ভাণ্ডার, যেন একটি বিশ্ববিদ্যালয়’

বাংলাদেশের সকল বেতার শ্রোতাদের নিয়ে গঠিত সংগঠন ‘রেডিও লিসেনার্স ক্লাব’র দ্বিতীয় ফ্যামিলি ডে গত ১১ মার্চ ২০২২ খ্রি. শুক্রবার গাজীপুর ন্যাশনাল পার্ক (ভাওয়াল জাতীয় উদ্যান) জুঁই কটেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক অতিরিক্ত মহাপরিচালক সালাউদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) মোঃ আব্দুল হক, পরিচালক (অনুষ্ঠান) সায়েদ মোস্তফা কামাল, আঞ্চলিক পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) মোঃ মাহফুজুল হক ও আরভিএ’র পরিচালক (বাণীদীপ্তি) ফাদার বুলবুল অগাস্টিন রিবেরু। শ্রোতাদের পক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন, ভয়েস অব ডিএক্সিং-এর কর্ণধার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন, ফ্রেন্ডস ডিএক্স ক্লাবের সভাপতি সোহেল রানা হৃদয় ও ব্রাদারহুড রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন রিজু।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ বেতারের সাবেক অতিরিক্ত মহাপরিচালক সালাউদ্দিন আহমেদ

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতারের সাবেক অতিরিক্ত মহাপরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, রেডিও হলো জ্ঞানের ভাণ্ডার। রেডিও শোনা ব্যক্তি নানাবিদ অনুষ্ঠান থেকে নানা ধরনের জ্ঞান অর্জন করে থাকেন। তাই একে অপ্রাতিষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা যায়। নিয়মিত রেডিও শোনা শ্রোতা সৎ ও সুন্দর হয়, যেকোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে।

তিনি আরো বলেন যে, ফ্যামিলি ডে উপলক্ষে আয়োজিত এমন চমৎকার একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে, তা সফল হয়েছে বলেই আমি মনে করি। এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারছি। আমরা আশা করব, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন যেন অব্যাহত থাকে।

বাংলাদেশ বেতারের পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) মোঃ আব্দুল হককে উপহার দিচ্ছেন আয়োজক কমিটি

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতারের পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) মোঃ আব্দুল হক বলেন, অনেকেই বলেন যে, রেডিও কে শোনে? কিন্তু আজকের এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমরা বুঝতে পারছি যে, দেশে রেডিও শোনার মত মানুষ এখনো আছে। শুধু তাই নয়, দিনকে দিন রেডিও আবার জনপ্রিয় গণমাধ্যমে পরিণত হচ্ছে। কেননা, শর্টওয়েভ-মিডিয়ামওয়েভ ছাড়াও রেডিও এখন নতুন নতুন মাধ্যমে বিকশিত হচ্ছে। শ্রোতা দর্শকরা এখন ইন্টারনেটে রেডিওর সাথে সংযোগ স্থাপন করছেন। এছাড়াও তিনি সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রোতাদেরকে শ্রোতা-ক্লাব নামক ছায়াতলে নিয়ে আসার জন্য সায়েদ মোস্তফা কামালকে ধন্যবাদ জানান।  

বাংলাদেশ বেতারের পরিচালক (অনুষ্ঠান) সায়েদ মোস্তফা কামালকে উপহার দিচ্ছেন আয়োজক কমিটি

উল্লেখ্য, বাংলাদেশ বেতারের পরিচালক (অনুষ্ঠান) সায়েদ মোস্তফা কামাল শ্রোতাবান্ধব হিসেবে খুবই সুপরিচিত। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার সবচেয়ে আনন্দের জায়গা হলো শ্রোতা ক্লাব। শ্রোতাদের সাথে সময় কাটানোটা আমার জন্য সবচেয়ে আনন্দের সময়। এখন থেকে আমরা বেতারের কর্মকর্তাগণ নিয়মিতভাবে এরকম শ্রোতা সংগঠনের অনুষ্ঠানগুলোতে যাব, শ্রোতাদের কথা শুনব। কেননা, বেতার কর্তৃপক্ষ এখন উপলব্ধি করছেন যে, এরকম শ্রোতা ক্লাবগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়া দরকার।

তিনি আরো বলেন যে, বিভিন্ন অনুষ্ঠানের পুরস্কার হিসেবে নগদ টাকা বা প্রাইজবন্ডের পরিবর্তে বাংলাদেশ বেতারের মনোগ্রামসম্বলিত বিভিন্ন সামগ্রী দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। উপস্থিত শ্রোতারা বিপুল করতালির মাধ্যমে তাঁর এ বক্তব্যকে স্বাগত জানান।

বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) মোঃ মাহফুজুল হককে উপহার দিচ্ছেন আয়োজক কমিটি

অপর বিশেষ অতিথি বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক (বাণিজ্যিক কার্যক্রম) মোঃ মাহফুজুল হক বলেন, বেতারকে মানুষের কাছাকাছি নিয়ে যেতে হবে। এ নিয়ে বেতার কর্তৃপক্ষ যেমন কাজ করছেন, তেমনি কাজ করছেন আপনাদের মত বেতার সংগঠনগুলোও।

আরভিএ’র পরিচালক (বাণীদীপ্তি) ফাদার বুলবুল অগাস্টিন রিবেরু তাঁর বক্তব্যে এমন সুন্দর একটি আয়োজনের জন্য বাস্তবায়ন কমিটির ১৩ জন বেতার শ্রোতা ও ডিএক্সারকে ধন্যবাদ জানান।

 বক্তব্য রাখছেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন

গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি মোঃ শাহাদত হোসেন বলেন, রেডিও লিসেনার্স ক্লাবের ‘ফ্যামিলি ডে’ বেতার শ্রোতাদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। এর মাধ্যমে বেতার শ্রোতাদের পরিবার যেমন অন্য পরিবারের সাথে ইন্টারেক্ট করতে পারছেন, তেমনি আমাদের নতুন প্রজন্ম বেতার শোনার প্রতি আগ্রহীও হচ্ছেন।

তিনি আরো বলেন যে, বর্তমানে বাংলাদেশ বেতারের যেমন অসংখ্য শ্রোতা রয়েছে, তেমনি আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলোর মধ্যে রেডিও তেহরান জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। 

ফ্যামিলি ডে’তে ক্ষুদে শ্রোতাদের উপহার দিচ্ছেন অতিথিবৃন্দ

বিশিষ্ট বেতার সংগঠক ও ভয়েস অব ডিএক্সিং-এর কর্ণধার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন দ্বিতীয় ফ্যামিলি ডে-২০২২ এর সমন্বয়ক হিসেবে তার বক্তব্য রাখেন। স্বাগতঃ বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও ফ্রেন্ডস ডিএক্স ক্লাবের সভাপতি সোহেল রানা হৃদয়। দিনব্যাপী এ অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন বিখ্যাত বেতার শ্রোতা ও ব্রাদারহুড রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন রিজু।

অনুষ্ঠানে সকালের নাস্তা ও মধ্যাহ্ন ভোজ ছাড়াও সবাইকে টি-শার্ট, দেয়াল ঘড়ি, লেডিস ব্যাগ, বাংলাদেশ বেতারের ম্যাগাজিন, রেডিও তেহরানের ব্রুশিয়ার, ভয়েজ অব আমেরিকার ক্যালেন্ডার, কলম, চাবির রিং, বাচ্চাদের খেলনা ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, যে ১৩ জন বেতার শ্রোতা ও ডিএক্সার এরূপ ভিন্নধর্মী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেন, তারা হলেন আহম বজলুর রহমান, ড. সালেহ মতিন, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন, অধ্যাপক মোঃ শাহাদত হোসেন, ফকির সফিক হাসান টুটুল, আতাউর রহমান রঞ্জু, সোহেল রানা হৃদয়, সাজ্জাদ হোসেন রিজু, মোঃ সবুজ মাহমুদ, মোঃ জামাল আহমেদ সুবর্ণ, মোবারক হোসেন ফনি, নাজমুল ইসলাম ও আমিনুল ইসলাম রানা।   

  

বার্তা প্রেরক

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ

ঠিকানা: ২০৬/১ খড়ম পট্টি, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।