টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার
https://parstoday.ir/bn/news/bangladesh-i107680-টিটিই_শফিকুল_ইসলামের_বরখাস্ত_আদেশ_প্রত্যাহার
ঈশ্বরদী থেকে বিনা টিকেটে রেল ভ্রমণ করে ব্যাপক আলোচনার সুত্রাপাতকারী সেই তিন যাত্রীর পরিচয় পাওয়া গেছে। এরা রেলমন্ত্রী নূরুল ইসলামের আত্মীয়। আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে রেল ভ্রমণ  এবং  সংশ্লিষ্ট  টিকেট পরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করার ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে রেলমন্ত্রী নুরুল ইসলাম গতকাল গনমাধ্যমকে  বলেছেন, ওই তিনজন তার  আত্মীয় নন এবং তিনি তাদের চেনেন না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৮, ২০২২ ১৮:০৯ Asia/Dhaka
  • রেলমন্ত্রী নুরুল ইসলাম
    রেলমন্ত্রী নুরুল ইসলাম

ঈশ্বরদী থেকে বিনা টিকেটে রেল ভ্রমণ করে ব্যাপক আলোচনার সুত্রাপাতকারী সেই তিন যাত্রীর পরিচয় পাওয়া গেছে। এরা রেলমন্ত্রী নূরুল ইসলামের আত্মীয়। আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে রেল ভ্রমণ  এবং  সংশ্লিষ্ট  টিকেট পরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করার ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে রেলমন্ত্রী নুরুল ইসলাম গতকাল গনমাধ্যমকে  বলেছেন, ওই তিনজন তার  আত্মীয় নন এবং তিনি তাদের চেনেন না।

তবে এটা নিশ্চিত   হওয়া গেছে,  যে ব্যক্তির  অভিযোগের পরিপ্রেক্ষিতে  ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামকে  সাময়িকভাবে চাকুরিচ্যুত  করা হয়েছে সেই  ইমরুল কায়েস রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তারের মামাতো বোন ইয়াসমিন আক্তারের ছেলে। ইমরুল কায়েস নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছেন। বর্তমানে তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত।

ইমরুল কায়েসদের বাড়ি ঈশ্বরদী উপজেলা সদরের নূর মহল্লায়। ভ্রমণের দিন তার সঙ্গে আরও ছিলেন শাম্মী আক্তারের মামাতো ভাই ফারুক হোসেন ও হাসান আলী।

ইমরুল কায়েস প্রান্তের মা ইয়াসমিন আক্তার নিপা সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন,  রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্ত্রী শাম্মী আক্তার মনির ফোনের পরই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) বরখাস্ত হন।

নিপা আক্তার বলেন, “তার ছেলের সঙ্গে টিটিই অসদাচরণ করলে ফোন করে তা আমার ফুফাত বোন শাম্মীকে জানাই। টিটিইকে বদলি করে দিতে বলি। সঙ্গে সঙ্গে তিনি রেলের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে ফোন করে ওই টিটিইকে বরখাস্ত করতে বলেন। এরপরই টিটিই বরখাস্ত হন।”

ইমরুল কায়েসের মা ইয়াসমিন আক্তার নিপা আরো জানান: ৫ মে রাতে টিকিট না পাওয়ায় নুরুল আলম নামের রেলওয়ের এক সহকারী বাণিজ্যিক কর্মকর্তাকে (এসিও) ফোন দেন শাম্মী আক্তার। রেলমন্ত্রীর স্ত্রীর পরিচয় পেয়ে স্টেশনমাস্টার টিকিট করতে হবে না বলে জানান। তিনি বলেছিলেন, আপনার আত্মীয়ের টিকিট করতে হবে না।’ সে কারণেই ইমরুল কায়েস টিকিট ছাড়া ট্রেনে ওঠেন। পরে তাদের সম্মান দেখিয়ে এসি কামরায় বসানো হয়।”

ইয়াসমিন আক্তার নিপা  জানান, “ওরা (তিন যাত্রী) একটু আরামের জন্য এসি কামরায় বসেছিলেন। ট্রেন ছাড়লে টিটি এসে ছেলেদের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। তিনি ছেলেকে ‘ট্রেন কি তোর বাপের’ বলে গালি দেন। রাত তিনটার দিকে ছেলে ফোন দিয়ে এসব জানালে তারা শাম্মীকে ফোন দেন। পরিচয় পাওয়ার পরও টিটিইর এই আচরণে শাম্মী রেগে গিয়ে রেলের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে (ডিটিও) ফোন দিয়ে টিটিইকে বরখাস্ত করতে বলেন। পরে তিনি টিটিইকে বরখাস্ত করেন”

এ প্রসঙ্গে ইয়াসমিন আক্তার বলেন: ঘটনার পর রেলমন্ত্রী আমাদের চেনে না বলায় কষ্ট পেয়েছিলাম। দুপুর একটার দিকে তিনি (রেলমন্ত্রী) নিজেই ফোন দিয়েছিলেন। তিনি বলেছেন, আপা! আমি যা বলেছি, এতে মন খারাপ করবেন না। জনগণ সবাই আমার কাছে সমান। তাই বলেছি। বিষয়টা আমি দেখছি।

এদিকে, টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ও বিনাটিকিটে ট্রেনে চড়া ওই তিন যাত্রীর আত্মীয়তা স্বীকার করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ রেলভবনে এক সংবাদ সম্মেলনে বিব্রতবোধ করার কথাও জানান মন্ত্রী। তার স্ত্রী অভিযোগ করলেও টিটিইকে বরখাস্ত করতে বলেন নি বলে দাবি করেন নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, তবে আমার স্ত্রী হিসেবে তার এই অভিযোগ করা উচিত হয়নি। যে ঘটনাটি ঘটেছে তা আমার জন্য বিব্রতকর। রেলমন্ত্রী আরও বলেন, তিনি পরে জানতে পেরেছিলেন যে যাত্রীরা তার আত্মীয়। কিন্তু গতকাল মিডিয়াকে ব্রিফ করার সময় পর্যন্ত তিনি এ সম্পর্কে অবগত ছিলেন না।

সংবাদ সম্মেলনে বিনা টিকিটে আন্তঃনগর ট্রেনে ভ্রমণকারী তিন যাত্রীকে জরিমানাকারী টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলেও জানান রেলমন্ত্রী।

ওদিকে, সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর শুকরিয়া আদায় করলেন টিটিই শফিকুল ইসলাম। আজ রোববার দুপুরে পাবনার পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন: যেহেতু আমি রেলওয়ের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, সেহেতু কর্তৃপক্ষ আমাকে কাজে যোগদানের সুযোগ দিয়েছে, তাতে আমি খুশি।

শফিকুল জানান, এর আগে কখনও সাময়িক বরখাস্ত হই নি। যে রাতে আমি গাড়িতে দায়িত্ব পালন করেছি, সেদিন আপ অ্যান্ড ডাউনে ৭৮ হাজার টাকা রাজস্ব আদায় করে জমা দিয়েছি।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।